ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে যেভাবে গুলি বর্ষণ করেছিলেন সুফিয়ান, নিয়াজুল ও নিজাম


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ১২:৫৬ পিএম
নারায়ণগঞ্জে যেভাবে গুলি বর্ষণ করেছিলেন সুফিয়ান, নিয়াজুল ও নিজাম

নারায়ণগঞ্জ শহরে সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও সংসদ সদস্য শামীম ওসমানী গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এ সময় আওয়ামী লীগ নেতারা গুলি বর্ষণও করেছিলেন। এতে মেয়র আইভীসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে, নারায়ণগঞ্জে হকার ইস্যুতে সৃষ্ট সংঘর্ষের সময় নিজেদের হেফাজতে থাকা পিস্তল উঁচিয়ে ফাকা গুলি বর্ষণ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম এবং যুবলীগ নেতা নিয়াজুল।

এছাড়াও আইভী পন্থি কয়েকজনের হাতে পিস্তল দেখা গেছে। মঙ্গলবার বিকেলে নগরীর চাষাড়াস্থ সায়াম প্লাজার সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী যখন বিকেল ৪ টায় নগর ভবন থেকে নেতাকর্মীদের নিয়ে পায়ে হেঁটে চাষাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন সায়াম প্লাজার সামনে বাঁধার সৃষ্টি করে যুবলীগ নেতা নিয়াজুল। এরপর আইভী পন্থীরা ক্ষিপ্ত হয়ে নিয়াজুলকে ধাক্কা দিলে নিয়াজুল তখন তার কোমড়ে থাকা একটি বিদেশী পিস্তল উঁচিয়ে ফাকা গুলি বর্ষণের চেষ্টা করে।

কিন্তু ভাগ্যক্রমে সেই পিস্তল থেকে গুলি বের না হওয়ায় আরো ক্ষিপ্ত হয়ে আইভী পন্থীরা নিয়াজুলকে ফুটপাতে ফেলে গণধোলাই দেয়। এরপর সংবাদ পেয়ে শাহ্ নিজাম ঘটনাস্থলের কাছাকাছি এসে অস্ত্র উঁচিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বলে প্রত্যক্ষদশীরা জানান।

আর হকারদের সাথে আইভী পন্থীদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ সৃষ্টি হলে মেয়র আহত হয়ে যখন রাস্তায় বসে পড়েন। তখন মেয়রের সাথে থাকা আবু সফিয়ান তার কোমর থেকে পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়েন বলে প্রত্যক্ষদশীরা জানান।

এছাড়াও আইভী পস্থি আরো কয়েকজনের পিস্তল দেখা যায়। এছাড়া আইভী সমর্থকরাই প্রথমে বেশ কয়েকটি ককটেল বোমাও ছুড়েছেন বলেও প্রত্যক্ষদশীরা জানায়।

এ প্রসঙ্গে তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে মেয়র আইভী অভিযোগ করে বলেন, ‘শামীম ওসমানের নির্দেশেই তার ক্যাডার বাহিনী আমাকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়েছে। আমার নিরস্ত্র নিরীহ কর্মীদের উপর বৃষ্টির মত ইট-পাটকেল ও গুলি বর্ষণ করেছে। এতে সাংবাদিকসহ আমার অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ’

তিনি বলেন, ‘আমি শান্তিপূর্ণভাবে বিকাল ৪ টায় নগর ভবন থেকে বেরিয়ে ফুটপাট দিয়ে হেঁটে চাষাড়ায় যাচ্ছিলাম। শহরের বঙ্গবন্ধু সড়কের চাষাড়া সায়েম প্লাাজার সামনে আসা মাত্র শামীম ওসমানের ক্যাডার নিয়াজুল পিস্তল উঁচিয়ে গুলি করে।’

অপরদিকে, আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের ফোন পেয়ে পরিস্থিতি শান্ত করতে চাষাড়ায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম ওসমান অভিযোগ করেন, ‘ আমি শুনলাম মেয়রের গাড়ির পাশে থেকে সুফিয়ান নামে একজন লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করেছে। পুলিশের সামনে দিয়ে লাইসেন্স করা পিস্তল নিয়েও কেউ গুলি করতে পারে না। এটা নিস্পত্তি হওয়া দরকার। মেয়র আমার সম্পর্কে কি বললো তাতে আমার কিছু আসে যায় না। কারণ এটা মেয়রের সাথে আমার বিবেধ না। ৫ হাজার লোক রাস্তায় বসলে মহাভারত অসুদ্ধ হয়ে যাবে না।’

গোনিউজ২৪/কেআর

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন