ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শামীম ওসমানের কথা প্রধানমন্ত্রীর কাছে জানাবেন আইভী


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ০৯:০৬ পিএম
শামীম ওসমানের কথা প্রধানমন্ত্রীর কাছে জানাবেন আইভী

নারায়ণগঞ্জ শহরে শামীম ওসমান ও মেয়র আইভীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আইভীসহ ৫০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে জানাবেন বলেও জানিয়েছেন আইভী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ‘হকার মুক্ত ফুটপাথ চাই’ স্লোগান ধরে লোকজন নিয়ে চাষাড়ার দিকে হেঁটে আসছিলেন সেলিনা হায়াত আইভী। এ সময় শামীম প্লাজা থেকে আইভীর লোকজনের ওপর বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পিস্তল উচিয়ে ফাঁকা গুলিও ছোড়া হয়। এ সময় ধাক্কাধাক্কিতে সড়কে পড়ে যান সেলিনা হায়াত আইভী। তার পায়ে ইটের আঘাত লেগেছে।

পরে প্রেসক্লাবে এসে সাংবাদিকদের আইভী বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রীকে বিষয়টি জানাবো। কেন আমার নিরিহ নিরস্ত্র মানুষের এভাবে হামলা চালানো হলো। গুলি করা হল। আহত করা হল অর্ধশতাধিক নেতাকর্মীকে। শান্তি প্রিয় নারায়ণগঞ্জকে অশান্ত করে তুললো শামীম ওসমান। কেন? আমি তো চুপ ছিলাম। কোন কতা বলিনি। হকারদের মার্কেট করে দিয়েছি। বিকল্প পথ দেখিয়েছি।

তিনি আরো বলেন, প্রয়োজনে হকার্স মার্কেট ভেঙ্গে বহুতল ভবন করে সেখানে হাকার পুর্নবাসন করা হবে। কিন্তু শামীম ওসমান কোন রাজনীতি শুরু করেছে। শামীম ওসমান রাইফেফ ক্লাবে বসে আমার উপর হামলা করার নির্দেশ দিয়েছে। আজমেরী ওসমান শহরের মহড়া দিয়েছে। তারা ত্বকীকে হত্যা করেছে, চঞ্চলকে হত্যা করেছে, আশিককে হত্যা করেছে। প্রতি বছর মানুষ খুন না করলে তারা শান্তি পায় না। এইসব করে আমাকে দমিয়ে রাখা যাবে না। যত হামলাই হোক পিছ পা হবো না। যেমন আজ হইনি। দাড়িয়েই ছিলাম। আমাকে চাস, মার, কিন্তু আমার নিরীহ মানুষগুলোকে কেন এভাবে আহত করা হল?

গোনিউজ২৪/কেআর

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন