ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ই-ভোটিং বিষয়ে আলোচনা চলছে: নাসিম


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৭, ০৯:০১ পিএম
ই-ভোটিং বিষয়ে আলোচনা চলছে: নাসিম

ফাইল ফটো

ঢাকা: ইভিএম অত্যন্ত স্বচ্ছ ভোটিং পদ্ধতি ও এ পদ্ধতি বিশ্বের অনেক দেশেই আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এ ব্যাপারে আলোচনা চলছে এবং নির্বাচন কমিশন এ বিষয়ে পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ মন্তব্য করেন।

রকিবউদ্দিন আহমেদের নির্বাচন কমিশন ইভিএম চালুর চেষ্টা করেছিল। বেশ কয়েকটি স্থানীয় নির্বাচনের কিছু কেন্দ্রে এ যন্ত্রের মাধ্যমে ভোট নেয়াও হয়। তবে জটিলতার কারণে তা আর এগোয়নি। দশম সংসদ নির্বাচনের ভোট ইভিএমে নেয়ার চিন্তা হলেও পরে তা থেকে সরে আসে নির্বাচন কমিশন।

তবে গত ১১ জানুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশন নিয়ে সংলাপে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ই-ভোটিং বা ইভিএম ব্যবহারের প্রস্তাব দেয়। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতীয় সংসদে ইভিএমে ভোট নেয়ার আগ্রহের কথা জানান।

বিএনপি অবশ্য এ পদ্ধতির সমালোচনা করছে। তারা বলছে, বিশ্বের অনেক দেশেই ইভিএমে ভোট নিয়ে প্রশ্ন উঠেছে। সরকার ডিজিটাল কারচুপি করতেই ইভিএম ব্যবহার করতে চাইছে বলেও অভিযোগ দশম সংসদ নির্বাচন বর্জন করা দলটি।

বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে জানিয়ে নাসিম বলেন, “আমাদের সংবিধান আছে, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। এ সরকারের প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যাদের ইচ্ছা তাদের নিয়ে এ সরকার গঠন করবেন।”

কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।

গোনিউজ২৪/এম
 

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন