ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজ শপথ নিবেন রসিকের নতুন মেয়র


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ০৯:৫০ এএম
আজ শপথ নিবেন রসিকের নতুন মেয়র

সদ্য অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশনের (রসিক) নব নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা আজ বুধবার শপথ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে নতুন এই মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন। বর্তমানে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা এখন ঢাকায় অবস্থান করছেন। মঙ্গলবার রাতে গো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন নব নির্বাচিত মেয়র মোস্তফা।

জানা গেছে, আজ বুধবার সকালে মেয়র হিসেবে মোস্তফাফিজার রহমান মোস্তফা প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নিবেন। পরের দিন বৃহস্পতিবার ১৮ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে রসিকের ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের ১১ জন মহিলা কাউন্সিলর শপথ নেবেন। শপথ নেওয়ার পরপরই তারা সিটি করপোরেশেনের দায়িত্ব পালন শুরু করবেন।

এদিকে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, তিনি সকলের সহযোগিতা নিয়েই মেয়র হিসেবে রংপুর সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করবেন। এজন্য তিনি নগরবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

প্রসঙ্গত, গেল বছরের ২১ ডিসেম্বর দলীয় প্রতীকের প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশন অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে ১ লক্ষ ৬০ হাজার ৪’শ ৮৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নৌকা প্রতীকে ৬২ হাজার ৪০০ ভোট এবং ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলা পেয়েছেন ৩৫ হাজার ১’শ ৩৬টি ভোট। 

এর আগে সিটি করপোরেশন হিসেবে যাত্রার পর ২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। নির্দলীয় ওই নির্বাচনে হাঁস প্রতীকে আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু ১ লাখ ৬ হাজারেরও বেশি ভোট পেয়ে প্রথম নগরপিতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হয়েও মোটরসাইকেল প্রতীক নিয়ে ৭৭ হাজারেরও বেশি পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন মোস্তাফিজার রহমান মোস্তফা।

গো নিউজ২৪/এবি

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়