ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যাংক-কোম্পানি আইন পাস : বিরোধী দলের ওয়াক আউট


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ০৯:৩১ পিএম
ব্যাংক-কোম্পানি আইন পাস : বিরোধী দলের ওয়াক আউট

ঢাকা : ব্যাংক- কোম্পানি আইন (সংশোধনী) বিল ২০১৮ এর বিরোধীতা করে সংসদ থেকে ওয়াক আউট করেছেন বিরোধী দলের সদস্যরা।

তবে বিরোধী দল ওয়াক আউট করলেও এর মধ্যেই পাস হয়েছে আইনটি। নতুন আইনে ব্যাংক পরিচালনায় একই পরিবারের দু’জন পরিচালকের স্থলে চারজন এবং পরিচালকদের মেয়াদ বৃদ্ধির বিধান যুক্ত করা হয়েছে।

বিরোধী দলীয় সদস্যদের অভিযোগ, সংশোধিত আইন ব্যাংক খাতকে ধ্বংস করবে। কিন্তু বিরোধী দলের দাবি না মেনে অর্থমন্ত্রী বিরোধী দলের সদস্যদের বক্তব্য প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানান।

মঙ্গলবার জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করলে স্পিকারের চেয়ারে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া সবাইকে শান্ত করার চেষ্টা করেন।

তিনি বিরোধী দলের সাংসদদের উদ্দেশ্যে বলেন, আমার কথা শোনেন। বিল তো এখনও পাস হয়নি। সংশোধনী অর্থমন্ত্রী গ্রহণ করতেও পারেন। গতকাল (সোমবার) আপনাদের দু’টি সংশোধনী গৃহীত হয়েছে। এরপরও বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ করতে চাইলে স্পিকার জানতে চান, আপনাদের অনেকে প্রবীণ পার্লামেন্টারিয়ান রয়েছেন। কার্যপ্রণালী বিধি জানেন। এখন আপনার কোন বিধিতে কথা বলতে চাইছেন? এভাবে তো কথা বলা যায় না।

এ সময় মাইক ছাড়াই কাজী ফিরোজ রশীদসহ বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ করতে থাকেন এবং কথা বলতে না দেয়া হলে ওয়াক আউটের হুমকি দেন। এ পর্যায়ে স্পিকার বলেন, আশা করি আপনারা সংসদের রুলস অব প্রসিডিউর মানবেন। বিধি ছাড়া কীভাবে কথা বলবেন? আপনাদের যা ইচ্ছা করতে পারেন।

এরপর কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা ওয়াক আউট করেন। পরে বিলের ওপর সংশোধনী প্রস্তাব উত্থাপন ও আলোচনার জন্য বিরোধী দলের কোনো সদস্য সংসদে উপস্থিত না থাকায় বিলটি আলোচনা ছাড়াই দ্রুত কণ্ঠ ভোটে পাস হয়।

 গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়