ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে দুই কলেজ ছাত্র নিহতের ঘটনায় থানায় মামলা গ্রেফতার ১


গো নিউজ২৪ | ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৭, ২০১৮, ০৬:৪৯ পিএম আপডেট: জানুয়ারি ৭, ২০১৮, ১২:৫১ পিএম
ময়মনসিংহে দুই কলেজ ছাত্র নিহতের ঘটনায় থানায় মামলা গ্রেফতার ১

ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই কলেজ ছাত্র নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।  

রবিবার দুপুরে নিহত হাসান শাহরিয়ার আকাশের বাবা বাদী হয়ে নয়জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পরই পুলিশ পৌর শহরের সাহাপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামী নাহিদ হাসানকে গ্রেফতার করে।

নিহতরা হলেন- উত্তর খয়রাখুলি এলাকার আরিফ রব্বানী সৌরভ (২৩) এবং সাহাপাড়ার হাসান শাহরিয়ার আকাশ (২৪)। এঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আহত শূন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, উপজেলার সাহাপাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে সাহাপাড়ার হাসান শাহরিয়ার আকাশের বন্ধু এবং পূর্ব কাচারী পাড়ার অপর আকশের বন্ধুদেও  মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৪ জনকে ছুরিকাঘাত করা হয়।

এতে ঘটনাস্থলেই সাহাপাড়ার কলেজ শিক্ষক মজিবুর রহমনের ছেলে কলেজের শিক্ষার্থী হাসান শাহরিয়ার আকাশ এবং উত্তর খয়রাখুলি এলাকার আনোয়ার হোসেনের ছেলে আরিফ রব্বানী সৌরভ নিহত হয়। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান- এ ঘটনায় কয়েকজনকে আমরা শনাক্ত করেছি। ইতো মধ্যে পুলিশ রবিবার বিকেলে পৌর শহরের সাহাপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামী নাহিদ হাসানকে গ্রেফতার করে।রবিবার দুপুরে নিহত হাসান শাহরিয়ার আকাশের বাবা কলেজ শিক্ষক মজিবুর রহমান বাদী হয়ে নয়জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
গোনিউজ২৪/কেআর

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়