ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেই রাতের ফুটেজ উদ্ধার সম্ভব!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০১৭, ০৭:০৭ পিএম
সেই রাতের ফুটেজ উদ্ধার সম্ভব!

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলের সার্ভার তথা হার্ডডিস্ক থেকে মুছে ফেলা (ডিলিট করা) সব তথ্য উদ্ধার সম্ভব বলে মত দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, নেটওয়ার্ক প্রশাসক ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষজ্ঞগণ। 

তাঁরা বলেন, হোটেল রেইনট্রি থেকে জব্দ করা সার্ভার বা হার্ডডিস্কটি ফিজিক্যালি ঠিক থাকলে এটি থেকে মুছে ফেলা ডেটা সম্পূর্ণরূপে উদ্ধার করা যাবে এবং এ ক্ষেত্রে সময় কোনো বিষয় নয়।

এ ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সার্ভার থেকে মুছে ফেলা তথ্য উদ্ধারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি দেশেই রয়েছে। এ-সংক্রান্ত বিশেষজ্ঞও দেশেই রয়েছেন। সার্ভার তথা হার্ডডিস্ক থেকে ডেটা রিকভারি বা উদ্ধারের জন্য সফটওয়্যার এবং টুলসও ইন্টারনেটেই পাওয়া যায়। প্রয়োজনে এসব সফটওয়্যার ও টুলসের সহায়তাও নেওয়া যায়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার এবং আইটি ফরেনসিক ও ডিএনএ ল্যাব বিভাগের সাবেক প্রধান শেখ মো. রেজাউল হায়দার বলেন, 'সিসিটিভির ফুটেজ মুছে ফেলা (ডিলিট করা) হলেও তা উদ্ধার করা সম্ভব। সেই ডিভাইস আমাদের আছে। হার্ডডিস্ক যদি ফিজিক্যালি ভালো থাকে, তাহলে ডেটা উদ্ধার করা মোটেও কষ্টসাধ্য কাজ নয়। '

এদিকে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুমন আহমেদ সাবির বলেন, 'হার্ডডিস্ক থেকে মুছে ফেলা ডেটা উদ্ধার করা সম্ভব। অনেক সময় কাজটা সম্ভব হয় না যদি মুছে ফেলা ডেটার জায়গাতেই ডেটা ওভাররাইট (ওই জায়গায় নতুন করে কোনোকিছু রেকর্ড করা) করা হয়। তবে মুছে ফেলা ডেটার সময়ের জায়গাটা খালি থাকলে ডেটা উদ্ধার করা সম্ভব। '

ওয়ান ব্যাংকের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর মাহবুবুর রহমান বলেন, 'ডেটা উদ্ধারের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায়। লাইসেন্সড এবং ফ্রি সফটওয়্যার দিয়ে মুছে ফেলা ডেটা উদ্ধার করা সম্ভব। এ ছাড়া, বিভিন্ন ধরনের টুলসও রয়েছে। সেগুলোও ব্যবহার করা যেতে পারে। ' তিনি আরও বলেন, 'ডেটা মুছে ফেলে কেউ যদি হার্ডডিস্ক ফরম্যাটও করে ফেলে, তাহলেও সেই ডেটা উদ্ধার করা সম্ভব। '
গো নিউজ২৪/এআর

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়