দিনাজপুরে পাসের হার ৮৮ দশমিক ৩৮


ফরহাদুজ্জামান ফারুক, রংপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০১৭, ০৫:৫৩ পিএম
দিনাজপুরে পাসের হার ৮৮ দশমিক ৩৮

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে গতবারের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে দিনাজপুর শিক্ষা বোর্ডে। এবার এই বোর্ডে গড় পাসের হার ৮৮ দশমিক ৩৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬২ জন। গতবার পাসের হার ছিল ৯২ দশমিক ৯৯ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ছিল ২৭ হাজার ৮৯ জন। 

শনিবার বেলা আড়াইটায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার সময় এতথ্য জানান।  

তিনি জানান, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় ২ লাখ ২৮ হাজার ৩৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ১ হাজার ৮০৯ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ছাত্র ৯৭ হাজার ৬৪৯ জন ও ছাত্রী ১ লাখ ৪ হাজার ১৬০ জন। গড় পাসের হার ৮৮ দশমিক ৩৮ শতাংশ। ফলাফলে এবারেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা সামান্য এগিয়ে রয়েছে। ছাত্রদের পাসের হার ৮৭.৮৬ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৮৮.৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬২ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২৭ হাজার ৭৯ জন।

ফলাফলে গতবারের চেয়ে এবারে শতভাগ পাসকৃত বিদ্যালয়ের সংখ্যা কমেছে। এবার শতভাগ পাসকৃত বিদ্যালয়ের সংখ্যা ৫৮০টি যা গতবারে ছিল ৮৯৯টি। অপরদিকে কেউই পাস করেনি এমন (শূন্য ফলাফলপ্রাপ্ত) বিদ্যালয়ের সংখ্যা ১৩টি যা গতবারে মাত্র ৬টি। এবার পরীক্ষা কেন্দ্রে সংখ্যা ২৬০টি ও অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা ৩১৭৬টি।

ফলাফল প্রকাশ করে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান সাংবাদিকদের বলেন, বিগত বছরের তুলনায় এবার ফলাফল তেমন সন্তোষজনক নয়। কারণ ইংরেজিতে প্রশ্নপত্র কঠিন হওয়ার কারণে প্রায় ১১ হাজার শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এছাড়া এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুটিই সামান্য কমেছে।

উল্লেখ্য, দিনাজপুরে শিক্ষা বোর্ডের অধীনে অষ্টমবারের মতো জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

গো নিউজ২৪/এবি

শিক্ষা বিভাগের আরো খবর