পিএসসিতে দেশসেরা বরিশাল


জেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০১৭, ০৫:১৬ পিএম
পিএসসিতে দেশসেরা বরিশাল

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাশের হার ৯৬.৩২ শতাংশ। এতে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৪৩১ জন। অপরদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় বরিশাল জেলা দেশসেরা হয়েছে বলে এক ঘোষণায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী।  

শনিবার দুপুর ১টায় বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার পরিসংখ্যানগত ফল ঘোষণা করেন। 

ঘোষিত ফলাফল পর্যালোচনায় দেখা যায়, বরিশাল বোর্ডের অধীন বিভাগের ৬ জেলার ১ হাজার ৭০৪টি স্কুলের ১ লাখ ২২ হাজার ১২৪জন জেএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করে। এদের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৩৯৭ জন শিক্ষার্থী ১৭২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫৫ হাজার ৭১৮ জন ছাত্র এবং ৬২ হাজার ৬৭৯ জন ছাত্রী। মোট ১ লাখ ১৮ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৪ হাজার ৩৫ জন বিভিন্ন গ্রেডে পাশ করে। বোর্ডে মোট পাশের হার ৯৬.৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৪৩১ জন। 

ঘোষিত ফল অনুযায়ী এবার বরিশাল বোর্ডে মেয়েদের (৯৭.০১ ভাগ) চেয়ে ছেলেরা (৯৫.৫৩ ভাগ) পিছিয়ে। এবার গণিতে কিছুটা ফল খারাপ হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 

বরিশাল বোর্ডের অধীন বিভাগের ৬ জেলার মধ্যে জেএসসি পরীক্ষায় ভোলা জেলা সবচেয়ে এগিয়ে। ভোলায় ১৯ হাজার ১৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৮ হাজার ৬২৯ জন। পাশের হার ৯৭.৯৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৮৭ জন। 

বোর্ডে দ্বিতীয় স্থান অধিকারী বরগুনা জেলায় ১৩ হাজার ৫৮৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৩ হাজার ২৯৩ জন। বরগুনা জেলায় পাশের হার ৯৭.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৯ জন। 

তৃতীয় স্থান অধিকারী বরিশাল জেলায় ৩৮ হাজার ৫৩১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৭ হাজার ৫২৪ জন। পাশের হার ৯৭.৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪৩৯ জন। 

ঝালকাঠী জেলায় পাশের হার সব চেয়ে কম ৮৭.৬৫ শতাংশ। ঝালকাঠী থেকে ১০ হাজার ৫৬৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ৯ হাজার ২৬২ জন পাশ করেছে। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৭৭ জন। তবে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফলে বরিশাল জেলা এগিয়ে রয়েছে। বরিশাল বোর্ডে পরীক্ষা চলাকালীন সময়ে এবার অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ জন বহিস্কার হয়েছে। 

গত বছর বরিশাল বোর্ডে জেএসসি’তে পাশের হার ছিল ৯৭.৩৮ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৫৭০ জন। 
 
এদিকে শনিবার দুপুর আড়াইটায় স্ব-স্ব স্কুলে জেএসসি’র চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। প্রত্যাশিত ফল পেয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়েন মেধাবী শিক্ষার্থীরা। তারা তাদের এই কৃতিত্বে শিক্ষক, অভিভাবক এবং সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সন্তানদের সাফল্যে অভিভূত অভিভাবকরাও। 

এদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে বরিশাল জেলা দেশ সেরা হয়েছে বলে এক ঘোষণায় জানিয়েছে সরকার। 

গো নিউজ২৪/এবি

শিক্ষা বিভাগের আরো খবর