ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিইউপিতে সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিরতণী


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৮, ০৮:০২ পিএম
বিইউপিতে সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিরতণী

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর বিজয় অডিটোরিয়ামে বিইউপি কালচারাল ফোরাম এর উদ্যোগে এবং ট্রাস্ট ব্যাংক এর পৃষ্ঠপোশকতায় আন্ত:বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৬ নভেম্বর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিই (Major General Md Emdad-Ul-Bari, ndc, psc, te) উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

প্রতিযোগিতায় ০৯ টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার চূড়ান্তপর্বে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করেন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ যৌথভাবে প্রথম রানা আপ হওয়ার গৌবর অর্জন করেন। 

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। 

উক্ত অনুষ্ঠানে বিইউপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ  উপস্থিত ছিলেন।

গো নিউজ২৪/জাবু


 

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস