ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যৌতুক মামলায় দু’জনের সশ্রম কারাদণ্ড


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ৭, ২০১৮, ০৮:৫২ পিএম
যৌতুক মামলায় দু’জনের সশ্রম কারাদণ্ড

যশোরে পৃথক যৌতুক মামলায় আব্দুর রশিদকে দেড় বছর ও আব্দুর রশিদ মিন্টুকে ২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাবীন নিম্মী পৃথক রায় দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আব্দুর রশিদ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের দক্ষিণপাড়ার আবুল হাশেমের ছেলে। অন্যজন আব্দুর রশিদ মিন্টু। তিনি মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের জাহাতাব সরদারের ছেলে। সাজাপ্রাপ্ত দু’জনই পলাতক রয়েছে।

আদালত সূত্র মতে, আসামি আব্দুর রশিদ ২০১৩ সালের ১০ জুলাই যশোর শহরের বারান্দী মোল্যাপাড়ার আব্দুর রশিদের মেয়ে ডলি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পরই ১ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীর ডলির উপর নির্যাতন শুরু করেন রশিদ। যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় ২০১৫ সালের ৬ জুন মারপিট করে ডলিকে তার পিতার বাড়ি তাড়িয়ে দেয়া হয়।

২০১৬ সালের ১২ জানুয়ারি শালিস মিমাংসার মধ্যেই যৌতুক ছাড়া স্ত্রী ডলিকে বাড়ি নিবে না বলে চলে যান রশিদ। মিমাংসায় ব্যর্থ হয়ে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন ডলি খাতুন। স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি আব্দুর রশিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দেড় বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরো ২০ দিনের বিনাশ্রম করাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

অপরদিকে, মণিরাপুরের খাটুয়াডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ মিন্টু ২০১৬ সালের ২৩ জুলাই একই গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের মেয়ে রিক্তা পারভীনকে বিয়ে করেন। বিভিন্ন সময় যৌতুক দাবিতে রিক্তাকে নির্যাতন করতেন মিন্টু। মেয়ের সংসারে সুখের কথা চিন্তা করে মিন্টুকে ৩০ হাজার টাকা যৌতুক দেন রিক্তার পিতা। কিছুদিন পর মিন্টু আরো ৭০ হাজার টাকা যৌতুক দাবিতে রিক্তার উপর নির্যাতন শুরু করেন।

যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় মিন্টু তাকে মারপিট করে পিতার বাড়ি তাড়িয়ে দেয়। মিমাংসার চেষ্টা ব্যর্থ হয়ে স্বামীর বিরুদ্ধে ২০১৭ সালের ২৩ মার্চ আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন রিক্তা। স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি আব্দুর রশিদ মিন্টুকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরো ১ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
গোনিউজ২৪/কেআর

আইন-আদালত বিভাগের আরো খবর
জামিন পেলেন মামুনুল হক

জামিন পেলেন মামুনুল হক

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

নোবেলজয়ী  ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড