ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন ব্যাংকে বিভিন্ন পদে চাকরির সুযোগ


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০১৭, ১২:১৭ পিএম আপডেট: জানুয়ারি ১, ২০১৮, ০৪:০৩ এএম
তিন ব্যাংকে বিভিন্ন পদে চাকরির সুযোগ

সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডে বিভিন্ন পদে লোক নেওয়া হবে বলে বিভিন্ন পত্রিকায় ও জব পোর্টালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব ব্যাংকে আবেদন করে বিভিন্ন নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে আপনিও নিতে পারেন এ সুযোগ।

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড

ব্র্যাঞ্চ ম্যানেজার: এ পদে ৪ জনকে নিয়োগ করা হবে। আবেদন করতে হলে প্রার্থীকে স্নাতক পাস হতে হবে। তবে এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। প্রার্থীদের ঢাকা, ফেনী, যশোর, নওগাঁ, নারায়ণগঞ্জ ও সিলেট বিভাগে নিয়োগ করা হবে। বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। পদটিতে আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই নিয়োগের বিস্তারিত https://goo.gl/SNLhBF এই লিংকে পাওয়া যাবে।

ব্র্যাক ব্যাংক

ম্যানেজমেন্ট ট্রেইনি: এ পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে ৯ ডিসেম্বর ডেইলি স্টার–এর ১৫ পৃষ্ঠায়। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, এ পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে ন্যূনতম সিজিপিএ ৩ পেয়ে স্নাতক পাস হতে হবে। প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে দক্ষ হতে হবে। এ পদের চূড়ান্তভাবে নির্বাচিতরা মাসিক ৬৫ হাজার টাকা বেতন পাবেন।
পদটিতে আবেদন করতে হলে প্রার্থীদের https://goo.gl/ar7fsU এই ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। পদটিতে আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সাউথইস্ট ব্যাংক লিমিটেড

ট্রেইনি অফিসার: এ পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি ৯ ডিসেম্বর প্রথম আলোর ১৬ পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদন করতে হলে প্রার্থীদের এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৫ স্কেলে ৪ এবং স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৪ স্কেলে ২.৮০ পেয়ে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। স্নাতক বা স্নাতকোত্তরে যেকোনো একটিতে সিজিপিএ ৩ পয়েন্ট বা তার বেশি থাকতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম তিনটিতে প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষ হতে হবে। বয়স হতে হবে ৩০ নভেম্বর ২০১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
পদটিতে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের www.southeastbank.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদের শিক্ষানবিশকালের প্রথম বছর ৩৫ হাজার টাকা এবং দ্বিতীয় বছর ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদন করা যাবে ১০ জানুয়ারি ২০১৮।

গো নিউজ২৪/এবি

জবস বিভাগের আরো খবর
স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৭৪৫৭৪ টি পদ খালি, প্রাথমিকে ৪৪ হাজার ৭৯০টি

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৭৪৫৭৪ টি পদ খালি, প্রাথমিকে ৪৪ হাজার ৭৯০টি

সৈনিক পদে সেনাবাহিনীতে চাকরি, এসএমসের মাধ্যমে আবেদনের সুযোগ

সৈনিক পদে সেনাবাহিনীতে চাকরি, এসএমসের মাধ্যমে আবেদনের সুযোগ

সরকারিভাবে রাশিয়ায় যাওয়ার সুযোগ, ওভাইরটাইম ছাড়াই বেতন সর্বোচ্চ ৬৪ হাজার

সরকারিভাবে রাশিয়ায় যাওয়ার সুযোগ, ওভাইরটাইম ছাড়াই বেতন সর্বোচ্চ ৬৪ হাজার

ডাচ-বাংলা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

ডাচ-বাংলা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

অভিজ্ঞতা ছাড়াই ডাচ্-বাংলা ব্যাংকে চাকরির সুযোগ,বেতন শুরুতেই ৭০ হাজার

অভিজ্ঞতা ছাড়াই ডাচ্-বাংলা ব্যাংকে চাকরির সুযোগ,বেতন শুরুতেই ৭০ হাজার

আবুল খায়ের গ্রুপে ট্রেইনি অফিসার পদে চাকরির সুযোগ

আবুল খায়ের গ্রুপে ট্রেইনি অফিসার পদে চাকরির সুযোগ