ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওমানের বন্দর সামরিক কাজে ব্যবহারের করবে ভারত


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ০৭:২২ পিএম
ওমানের বন্দর সামরিক কাজে ব্যবহারের করবে ভারত

ভারত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত অবস্থান শক্তিশালী করার অংশ হিসেবে ওমানের গুরুত্বপূর্ণ দুকম বন্দরকে সামরিক এবং সরঞ্জাম সহায়তার জন্য কাজে লাগানোর অনুমতি পেয়েছে ভারত। উচ্চ পর্যায়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

এ অঞ্চলে চীনের প্রভাব ও কর্মকাণ্ডের মোকাবেলা করা ভারতের নৌ কৌশলের অংশ। গত দুই দিনের ওমান সফরে এটা প্রধানমন্ত্রী মোদির সবচেয়ে বড় অর্জন। তিনি ওমানের সুলতান সাইয়েদ কাবুস বিন সাইদ আল সাইদের সাথে বৈঠক করেন দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সূত্র জানিয়েছে, এই চুক্তির পর ভারতের সামরিক নৌযান রক্ষণাবেক্ষণের জন্য দুকম বন্দর ও ড্রাইডকের সুবিধা নিতে পারবে ভারত।

গুগল ম্যাপে ওমান। ছবি: গুগল

দুকম বন্দরের অবস্থান ওমানের দক্ষিণ-পূর্ব দিকের সমুদ্রসীমায়। যেখান থেকে আরব সাগর ও ভারত মহাসাগরে বিচরণ করা যায়। ইরানের চাবাহার বন্দরের কাছাকাছি এই বন্দরটি কৌশলগত অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ। সিসিলিস এবং মরিশাসের আগালেগাতে অ্যাসাম্পশান আইল্যান্ডের উন্নয়নের পাশাপাশি দুকম বন্দরের সুবিধা ভারতের নৌ নিরাপত্তা পরিকল্পনার জন্য ইতিবাচক হবে।

ওমানে মোদির সফরের পর যে যৌথ বিবৃতি দেয়া হয়, সেখানে বলা হয়, ২০০৫ সালে সামরিক সহযোগিতার জন্য যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল এবং পরে ২০১৬ সালে যেটার নবায়ন করা হয়, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করার জন্য সেখান থেকে একটি সাধারণ পরিকাঠামো গড়ে উঠেছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, ভারতের নৌবাহিনীর জাহাজ এবং এমনকি বিমান বাহিনীর জঙ্গিবিমান পরিচালনার জন্য বন্দর ও বিমানবন্দরের সুবিধা দেয়ায় ওমানকে ধন্যবাদ জানিয়েছে ভারত। এতে বলা হয়, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্বিপাক্ষিক কৌশলগত যোগাযোগ আরও বাড়ানোর ব্যাপারে, বিশেষ করে নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে যোগাযোগ বাড়ানোর ব্যাপারে দুই দেশ বেশি গুরুত্ব দিয়েছে।

গোনিউজ২৪/এমএফ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও