ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে দ. কোরিয়ার বিরল প্রস্তাব


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১৭, ২০১৭, ০৩:০৩ পিএম আপডেট: জুলাই ১৭, ২০১৭, ০৯:০৩ এএম
উ. কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে দ. কোরিয়ার বিরল প্রস্তাব

বৈরিতা কমাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার এক বিরল প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। উভয় দেশের পক্ষ থেকে এ ধরনের আলোচনার প্রস্তাব দেয়ার নজির নেই।

উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া। এই ইস্যুতে দক্ষিণ কোরিয়া, জাপান ও তাদের পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাবকে পরিস্থিতির নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে।

এখন দুই দেশ যদি আলোচনার জন্য এগোয় এবং তাদের মধ্যে আলোচনা হয়, তাহলে তা হবে ২০১৫ সালের পর সিউল ও পিয়ংইয়ংয়ের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের কোনো বৈঠক।

দক্ষিণ কোরিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আলোচনা হওয়া উচিত সীমান্তে সামরিক উত্তেজনা বাড়ানোর জন্য দায়ী সব শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করার উদ্দেশ্যে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন চাইছেন, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক যতদূর সম্ভব ভালো করার। তবে সিউলের প্রস্তাবের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি পিয়ংইয়ং। সম্প্রতি বার্লিনে এক অনুষ্ঠানে মুন জে-ইন বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ হলে তা হবে সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর উপায়।

এছাড়া তাদের সঙ্গে একটি শান্তি চুক্তি করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, যারা চান উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম শেষ হোক, তাদের জন্য এই চুক্তি হবে খুবই গুরুত্বপূর্ণ।

একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, বিশেষ করে সম্প্রতি তাদের আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার মাধ্যমে জাতিসংঘের নিষেধাজ্ঞার স্পষ্ট লঙ্ঘন করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপকে তাদের প্রতিবেশী ও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী সুহ চু-চাক গণমাধ্যমকে জানিয়েছেন, দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিক অঞ্চল পানমুনজামে উত্তর কোরিয়ার ভবনে এই আলোচনা হতে পারে। আগে অনেকবার এ ধরনের আলোচনা সেখানে হয়েছে। সুহ চু-চাক প্রস্তাবে বলেন, ‘২১ জুলাই আলোচনা হতে পারে। আমরা উত্তর কোরিয়ার কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়ার প্রত্যাশা করছি।’

দক্ষিণ কোরিয়ার একত্রীকরণমন্ত্রী চো মাইওয়ুং গায়োন দুই কোরিয়ার মধ্যে যোগাযোগের হটলাইনগুলো আবার চালু করার আহ্বান জানিয়েছেন। গত বছর উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় দক্ষিণ কোরিয়া।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও