ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিয়ের আগে আবার কুমারী হতে চান সতীত্ব হারানো নারীরা


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০১৭, ০১:০৭ পিএম আপডেট: জুন ১৯, ২০১৭, ০৭:০৭ এএম
বিয়ের আগে আবার কুমারী হতে চান সতীত্ব হারানো নারীরা

হঠাৎ করেই বিষণ্ন দেখাচ্ছে ইয়াসমিনকে (ছদ্মনাম)। বসে বসে দাঁত দিয়ে নখ কাটছেন আর বারবার মোবাইল চেক করছেন। তার এই বিষণ্নতার কারণ, কয়েকদিন পর এই মেয়েটির বিয়ে। কিন্তু বিয়ে নিয়ে তিনি বিষণ্ন নন। বিষণ্ন নিজের কুমারিত্ব নিয়ে। আগেই নিজের সতীত্ব হারিয়েছেন এই তরুণী।

ইয়াসমিনের মতো আফ্রিকার দেশ তিউনেশিয়ার অনেক তরুণীই বিয়ের আগে তাদের সতীত্ব হারান। আর এসব তরুণীই আবার বিয়ের সময় নতুন করে কুমারী হতে চান। এতে দেশটিতে বেড়ে চলেছে মেয়েদের সতিচ্ছেদ পর্দা পুনস্থাপনে অস্ত্রোপচারের ব্যবসা।

ইয়াসমিন বলেন, ‘আমি এটাকে একটা প্রতারণা মনে করি। আমি সত্যিই উদ্বিগ্ন।’ তিউনেশিয়ার রাজধানী তিউনিসের একটি প্রাইভেট ক্লিনিকের চতুর্থ তলায় দেয়া হয় গাইনি সেবা। সেখানে অত্যন্ত ধৈর্য সহকারে বসে আছেন আরও কিছু নারী। এদের মধ্যে ইয়াসমিন জানান, তিনি অবশ্যই তার সতিচ্ছেদ পর্দা পুনস্থাপনে অস্ত্রোপচার করাবেন এবং এর মধ্য দিয়ে আবারও নিজের সতীত্ব ফিরে পাবেন।

২৮ বছরের এই তরুণীর বিয়ে আগামী দুই মাসের মধ্যে। তার উদ্বেগ, বিয়ের পর যদি স্বামী বুঝতে পারেন তিনি কুমারী নন, তখন কী হবে! ভবিষ্যতে এই সত্য প্রকাশিত হয়ে গেলে বিবাহ বিচ্ছেদ প্রায় নিশ্চিত। ইয়াসমিনের ভাষায়, ‘কোনোদিন হয়তো স্বামীর সঙ্গে গল্প করতে গিয়ে আমি নিজেই ভুল করে বলে দিতে পারি সত্যটা। অথবা তিনিও আমাকে সন্দেহ করতে পারেন।’

কুমারিত্ব না থাকার কারণে প্রায়ই তিউনেশিয়ায় নববিবাহিত নারীদের বিচ্ছেদের ঘটনা ঘটে থাকে। ইয়াসমিন জন্ম নিয়েছেন একটি ‘উদার’ পরিবারে। বড় হয়েছেন দেশের বাইরে। এখন ভয়ে আছেন, তার যৌনতার প্রকৃত ইতিহাস জানলে হবু বর তার সঙ্গে বিয়ে বাতিল করে দেবেন।

এই তরুণী বলেন, ‘এক পুরুষের সঙ্গে এক সময় আমার সম্পর্ক ছিল। তখন ভাবিনি যে ভবিষ্যতে আমার সমাজে আমাকে কী পরিমাণ চাপ সহ্য করতে হবে এবং এর ফলাফল কী হতে পারে। এখন আমি শঙ্কিত। এটা যদি আমার হবু বরকে বলি, আমি শতভাগ নিশ্চিত, বিয়ে বাতিল হয়ে যাবে।’

এখন সতিচ্ছেদ পর্দা পুনস্থাপনের অস্ত্রোপচারের জন্য ৪০০ ডলার খরচ করতে হবে ইয়াসমিনকে। সময় লাগবে ৩০ মিনিট। পরিবার এবং হবু বরকে না জানিয়ে গত কয়েক মাসে এই অর্থ জমিয়েছেন তিনি। ইয়াসমিনের এই অস্ত্রোপচার করবেন গাইনি বিশেষজ্ঞ রশিদ। সপ্তাহে এরকম দুটি অস্ত্রোপচার করেন তিনি।

রশিদ জানান, ৯৯ ভাগ মেয়েই তার কাছে যায় ভয় পেয়ে। তাদের আশঙ্কা, সত্য জানাজানি হলে তা তাদের পরিবার এবং আত্মীয়দের জন্য লজ্জাজনক হবে। ইয়াসমিনের মতো আরও অনেকেই নিজের কুমারিত্ব হারানোর বিষয়টি লুকিয়ে রাখতে চান। তবে যৌনমিলন ছাড়া আরও অনেক কারণে নারীদের সতিচ্ছেদ পর্দা ফেটে যেতে পারে।

রশিদ বলেন, ‘গাইনি বিশেষজ্ঞরা সতিচ্ছেদ পর্দা জোড়া লাগান। এটা ব্যতিক্রম কিছু না। তবে অনেক চিকিৎসক এটা করতে অস্বীকৃতি জানান। আমি ব্যক্তিগতভাবে এটা করি। কারণ যারা কুমারিত্বকে পবিত্র বিষয় বিবেচনা করেন, তাদের সঙ্গে আমার দ্বিমত আছে।’

উত্তর আফ্রিকায় নারী অধিকারের দিক থেকে সবচেয়ে এগিয়ে মুসলিমপ্রধান দেশ তিউনেশিয়া। তবে ধর্মীয় প্রভাব বলয়ের দেশ হওয়ায় বিয়ের আগে এখানে নারীদের কুমারী থাকতে হয়। এ ব্যাপারে আইনও আছে দেশটিতে। বিয়ের পর যদি জানা যায়, কোনও নারী কুমারী নয়, তবে তার সঙ্গে বিয়ে বিচ্ছেদ করা বৈধ।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও