ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবু মায়েরা মাথায় রাখুন ৪ বিষয়


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৬, ০৬:২৯ পিএম
হবু মায়েরা মাথায় রাখুন ৪ বিষয়

মাতৃত্বকালীন সময়ে একজন নারীর খাওয়া–দাওয়া নিয়ে হরেক রকম সমস্যা হয়। সামান্য এদিক ওদিক হলেই ঘটে যেতে পারে ভয়ানক দুর্ঘটনা।

 

কীভাবে একজন নারী এইসব বিপদ এড়াবেন তার জন্য রইল পরামর্শ-

 

১। ‌লিস্টারিওসিস:‌

লিস্টারিয়া মোনোসাইটোজেন্‌স থেকে হয়। খুব বিরল এই সংক্রমণ। হয় না বললেই চলে। উপসর্গ কী?‌ ফ্লু বা আন্ত্রিক হলে যেমন হয়, তেমন। এর ফলে গর্ভপাত হতে পারে। প্যাকেটজাত মাংস, সামুদ্রিক মাছ এবং দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন।

২। টক্সোপ্লাসমোসিস:‌

জ্বর, গায়ে ব্যথা, মাথার যন্ত্রণা হয়। এতে শিশুর ভীষণ ক্ষতি হয়। বাড়িতে বিড়ালের উৎপাত, ভালভাবে রান্না না করা মাংস, বিশেষ করে পর্ক এবং ভেড়ার মাংস, ছাগলের দুধ থেকে এই সংক্রমণ হতে পারে। মাটিতে ফলন হয়, এমন সবজি এবং ফল সংক্রামিত হতে পারে।

৩। সালমোনেলা:‌

জ্বর, বমি, ডায়ারিয়া, জলশূন্যতা সালমোনেলার উপসর্গ। এতে সন্তানের বিশেষ ক্ষতি হয় না, তবে গর্ভপাতে হতে পারে। নির্ধারিত সময়ের আগেই শিশু জন্মাতে পারে।

৪। ফিটাল অ্যালকোহল সিনড্রোম:‌

গর্ভাবস্থায় মদ্যপান করলে সন্তানের ‘‌ফিটাল অ্যালকোহল সিনড্রোম’‌ হতে পারে। হাল্কা ও ছোট মাপের সন্তান জন্ম নেবে। জন্মগত কিছু ত্রুটিও দেখা যেতে পারে। নাক চ্যাপ্টা হতে পারে। সবকিছু দেরিতে শিখবে।

 

গো নিউজ২৪/আ ফ ম 

 

স্বাস্থ্য বিভাগের আরো খবর
করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

করোনা নিয়ে হঠাৎ বড় দুঃসংবাদ

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

দেশে এইডস রোগী বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন সমকামীরা

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর পথে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

বাংলাদেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

মশা নিধন যাদের দায়িত্ব, তাদের তা সঠিকভাবে পালন করতে হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!

ইউটিউব দেখে ফিজিওথেরাপি সেন্টার!