ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এই আমাদের ফারিয়া শাহরিন


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৮, ০৯:৫৯ এএম
এই আমাদের ফারিয়া শাহরিন

ঢাকাই চলচ্চিত্র পাড়ায় বেশ কয়েকদিন ধরেই আলোচনায় ফারিয়া শাহরিন। একটি শীর্ষ গণমাধ্যমে দেয়া স্বাক্ষাৎকার নিয়ে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েন তিনি।
 
মিডিয়াতে কাজ করলে নাকি 'স্যাক্রিফাইস' করতে হয়- তার এই মন্তব্য নিয়ে মিডিয়ার অনেকেই বিভিন্ন মন্তব্য ও পাল্টা মন্তব্য ছুড়ছেন। এদের মধ্যে জনৈক এক লাক্স সুন্দরী সরাসরি নাম উচ্চারণ না করে বলেন, ''আপনি দুধে ধোয়া তুলসি পাতা না।'' এবার ফারিয়া সেই মন্তব্যের জবাব দিলেন ফেসবুক লাইভে। তবে এখানেও তিনি কারও নাম উল্লেখ করেননি।

ফারিয়া বলেন, ''আপনি যে ধোয়া তুলসি পাতা না- এটা সবাই জানে। আমরা কেউ ধোয়া তুলসি পাতা না- আপনার গণ্ডির ভেতর দয়া করে ফারিয়াকে আনবেন না। আপনি বলেছেন, আমরা কেউ ধোয়া তুলসি পাতা না। আপনি প্রমাণ করেন ফারিয়া ধোয়া তুলসি পাতা না। আপনার তো ডিরেক্টর বলেন, আপনি চ্যানেলের প্রোগাম হেড বলেন, আপনি গায়ক বলেন- সব সেক্টরেই আপনার বিচারণ ঘটেছে। আপনি কি এটা অস্বীকার করতে পারেন?

আপনি কি কি করেছেন, না করেছেন সব আমার মাথায়, কানে এসেছে। আপনি বোধ হয় কোনো একটা দেশে আটকে গিয়েছিলেন। আমি সত্য না মিথ্য? শোনা কথা, কোন একটা দেশে খারাপ কাজ করতে গিয়ে ধরা পড়ছিলেন, না আপনাকে আটকানো হয়েছিল। সুতরাং কারও দিকে 'ফিঙ্গার' পয়েন্ট করার আগে আপনি নিজে দেখেন আপনার 'হ্যান্ড ক্লিন' নাকি।''

ফারিয়া আরও বলেন, ''উনি আমাকে আরেকটি কথা বলেছেন যে, আমাকে নাকি এখন কেউ কাজে নেয় না। ও মাই গড! হোয়াট এ জোক! আমি স্টিল প্রমাণ করতে পারব, এমন ১০টা ডিরেক্টর-প্রডিউসারকে সামনে আনতে পারব, যারা আমাকে প্রতিনিয়ত 'নক' করে।

৪১ মিনিটের ফেসবুক লাইভের এক পর্যায়ে ফারিয়া বলেন, আমি একটি ক্লাস ফ্যামিলিতে বাস করি। আমি হঠাৎ করে গ্রাম থেকে এসে, গ্রামকে ব্যঙ্গ করছি না, বোরকা পরে গ্রাম থেকে এসে হঠাৎ করে উলঙ্গ হয়ে নাচা শুরু করিনি। আমি হঠাৎ করে স্মার্ট হয়নি।

গো নিউজ২৪/এবি

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী