ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন সাংবাদিক নাজমুল


গো নিউজ২৪ | নাহিদ হোসেন, নাটোর প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৮, ১০:০৩ পিএম
সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন সাংবাদিক নাজমুল

সাংবাদিক নাজমুল হাসান নাহিদ (২২)। জাতীয় দৈনিক খোলা কাগজ ও দৈনিক সকালের সময় পত্রিকায় গুরুাদাসপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। বয়সে তরুণ-বুদ্ধিদীপ্ত। কাঁধে ক্যামেরা আর মোটর বাইক নিয়ে ছুটে চলেছেন সংবাদের খোঁজে। তৃনমুলের সুবিধাবঞ্চিত মানুষের খবর তুলে ধরাই ছিল তার কাজ। সৎ,বিনয়ী আর মিশুক প্রকৃতির মানুষ হওয়ায় সর্ব মহলে তিনি হয়ে ওঠেন প্রিয়পাত্র।

১৬ই ডিসেম্বর মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করে মোটরসাইকেলে ফেরার পথে উপজেলা পরিষদের সামনের সড়কে দুর্ঘটনার শিকার হন নাজমুল ও স্থানীয় আর একজন সাংবাদিক। ব্যাটারিচালিত একটি বেপোরোয়া অটো ভ্যান নাজমুলের মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। পাকাঁ সড়কে ছিটকে পরে নাজমুলের ডান পা ভেঙ্গে গুড়িয়ে যায়। দুমরে মুচড়ে ভেঙ্গে যায় নাজমুলের ক্যামেরা ও বাইক। পরে তাদের প্রাথমিক অবস্থায় স্থানীয় উপজেলা মেডিকেলে নিয়ে গেলে নাজমুলকে জরুরী ভাবে রাজশাহী মেডিকেল কলেজে হস্তান্তর করা হয় ও অপর সাংবাদিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

৬দিন মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর তাকে বাড়িতে পাঠানো হয় ব্যান্ডেজ করে। ১৫দিন পরে যখন নাজমুল আবার মেডিকেলে যায় তখন এক্সরে রিপোর্ট আগের চেয়ে খারাপ দেখায়। আবার নতুন করে ব্যান্ডেজ করে দেয় ১৫দিনের জন্য কিন্তু সেটাতেও কাজ হয়নি এবারের এক্সরে রিপোর্ট আগের বারের চেয়েও খারাপ হয়।

এ অবস্থায় ডাক্তার বলেছেন প্লাস্টারে আর জোড়া লাগবে না এবার জরুরী ভাবে তাকে অপারেশন করতে হবে নইলে সমস্যা দিন দিন বেশি হবে। 

তাই সুস্থ্য হওয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক নাজমুল হাসান নাহিদ। তিনি বলেন, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমার মত এরকম দুর্ঘটনায় যেন কেউ না পারে। ১মাস যাবৎ পরে আছি বিছানায়, আশায় ছিলাম সেরে যাবে কিন্তু তা আর হলনা। অপারেশন লাগবেই। রাত্রে ঘুমাইতে পারিনা। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন খুব তারাতারি সুস্থ হয়ে ফিরে আসতে পারি আপনাদের মাঝে।

গো নিউজ২৪/আই
 

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী