ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তাকে মূল্যায়ন করা হয়নি: সাবিনা ইয়াসমিন


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৯, ০৯:৩৪ পিএম আপডেট: জানুয়ারি ২২, ২০১৯, ০৯:৪৫ পিএম
তাকে মূল্যায়ন করা হয়নি: সাবিনা ইয়াসমিন

১৯৭৮ সালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে প্রথম পরিচয় হয় কালজয়ী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের। তখন বুলবুল গিটার বাজাতেন। সে সময় সাবিনা ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। 

সাবিনা ইয়াসমিন বলেন, ‘বুলবুল আমার কাছে এসে বলেছিল, আপনাকে দিয়ে কয়েকটা গান গাওয়াবো। সুর করে রেখেছি। আমি তখন ততোটা কেয়ার করিনি। বলেছিলাম, এতো ছোট ছেলে তুমি গান করবে কিভাবে? দরকার নেই, পরে হবে ওসব। কিন্তু বুলবুল ছিল নাছোড়বান্দা। একদিন তার গান শুনি। কয়েকটা গান শুনে একদম ‘থ’ হয়ে গিয়েছিলাম। মনে করছিলেন, দেশের গান এত সুন্দর হতে পারে!’

ওই বছরেই (১৯৭৮) আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং সাবিনা ইয়াসমিন প্রথম একসঙ্গে কাজ করেন। সাবিনা ইয়াসমিন বলেন, ‘বিটিভির একটা অনুষ্ঠানের জন্য একসঙ্গে পাঁচটা গান করি আমরা প্রথম। সবগুলোই দেশের গান ছিল। এখনও মনে আছে। অদ্ভুত ছিল সেই সুর! একদম আলাদা সুর। আমাদের দেশে এমন গান তো শুনিনি। আমি অভিভূত হয়ে গিয়েছিলাম।’

গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলকে নিয়ে এভাবেই স্মৃতিচারণ করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। গানের ক্ষেত্রে তারা ছিলেন একে অন্যের পরিপূরক। সাবিনা ইয়সামিনের গাওয়া অনেকগুলো তুমুল জনপ্রিয় গানের রূপকার ছিলেন বুলবুল। 

বিশেষ করে সাবিনা ইয়াসমিনের যত কালজয়ী গান প্রায় সবগুলোতে সম্পৃক্ত ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। সদ্য প্রয়াত সংগীতের কিংবদন্তি আহমেদ ইমতিয়াজ বুলবুলের জীবদ্দশায় ‘যথাযথ মূল্যয়ন হয়নি’ বলে মনে করেন গানের পাখি। 

সাবিনা ইয়াসমিন বলেন, ‘বুলবুলকে আমরা সঠিক মূল্য দিতে পারিনি। গানে বুলবুলের প্রতিভা এক বিস্ময়! তার মতো মেধাবীর কোনো দাম দিতে পারিনি।’ যোগ করে সাবিনা ইয়াসমিন আরো বলেন, ‘ছোটবেলায় মাত্র ১৪ বছর বয়সে বুলবুল মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল। দুই নম্বর সেক্টরে সৈনিক ছিল সে। সেই হিসেবে তার অনেক কিছু পাওয়ার ছিল, কিন্তু তাও পাননি। আমি খুব কাছ থেকে দেখেছি, বুলবুল একেবারেই সাধারণ দিনযাপন করতো। তার বাসা ও স্টুডিওতে গেলে এটা বোঝা যায়।’

বুলবুলের সংগীতে সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন ‘সবকটা জানালা খুলে দাও না’, ‘সেই রেল লাইনের পাশে’র মতো কালজয়ী কিছু গান। এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘বুলবুলের প্রতিটি গানের মধ্যে একটা করে ছবি দেখতে পাই। বিশেষ করে দেশের গানগুলো চোখের সামনে ভেসে আসে, আমি ধারণ করি মনের মধ্যে। আমার মনে হয় সেজন্য গানগুলো আজও বেঁচে আছে। মানুষ গ্রহণ করেছে।’

গেল বছর আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে সর্বশেষ দেখা হয়েছিল সাবিনা ইয়াসমিনের। একটি ছবির গানের রেকর্ডিং ছিল। সাবিনা ইয়াসমিনের সঙ্গে ছিলেন এন্ড্রু কিশোর। এরপর আর দেখা হয়নি বুলবুল-সাবিনার।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী