ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘এই ক্ষণজন্মারা আবার কবে আসবেন’


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৯, ০৬:১৫ পিএম আপডেট: জানুয়ারি ২২, ২০১৯, ০৬:১৯ পিএম
‘এই ক্ষণজন্মারা আবার কবে আসবেন’

সুরের মায়া কাটিয়ে চিরবিদায় নিলেন বরেণ্য সুরকার, গীতিকার, সংগীত পরিচালক মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে দুইশর বেশি চলচ্চিত্রের সংগীত পরিচালনা করে গেছেন তিনি। ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘ও মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে’, ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’র মত দেশাত্মবোধক গানে তার দেওয়া সুর বাংলাদেশের মানুষের বুকে চিরদিন বাজবে। 

তার মৃত্যুতে সংগীতাঙ্গণে শোকের ছায়া নেমেছে। তার লেখা ও সুরে গেয়েছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। বিখ্যাত সংগীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুর খবরে তার বাসায় ছুটে যান সংগীতাঙ্গনের অনেকেই।  

এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, শহীদুল্লাহ ফরায়েজী, ইথুন বাবু, আসিফ ইকবাল, কবির বকুল, দিনাত জাহান মুন্নি, ক্লোজআপ ওয়ানের সালমা, মুহিন, সাব্বির, রিংকুসহ অনেকেই ছুটে যান আফতাব নগরে আহমেদ ইমতিয়াজ বুলবুলের বাসায়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান তারা।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমার সঙ্গে বুলবুল ভাইয়ের অসংখ্য স্মৃতি। আমি তার প্রথম চলচ্চিত্রে গান করেছি। অ্যালবামে কাজ করেছি। রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার সময় সকাল থেকে রাত পর্যন্ত একসঙ্গে কাটিয়েছি। বুলবুল ভাই চলে যাওয়ার পর মনে হলো, এইসব ক্ষণজন্মা ব্যক্তি আর কবে আসবে আমাদের দেশে, এটা আমি জানি না।’

তার মরদেহ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হয়েছে। 

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী