ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জমে উঠেছে ঢাকা চলচ্চিত্র উৎসব 


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৯, ১১:৩৫ এএম
জমে উঠেছে ঢাকা চলচ্চিত্র উৎসব 

নয় দিন ব্যাপি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিন ছিল গেল শনিবার। এদিন এশিয়ান কম্পিটিশনে প্রদর্শিত হয়েছিলো-হোসেইন নামাজী পরিচালিত অ্যাপেন্ডিক্স, ইম সুন-রে পরিচালিত লিটল ফরেস্ট, সেনগেদরজ জান্চিভদরজ পরিচালিত লাইফ, মর্তেজা আলী আব্বাস মির্জাই পরিচালিত ইসুলেশন। 

চিলড্রেনস সেকশনে দেখানো হয়েছে-মাইসিয়ালা গঞ্জালো পরিচালিত টু ডু মি আলর্জিয়া (অল মাই জয়), টালগাট তেমেনো পরিচালিত লিটল প্রিন্স অব আওয়ার সিটি, ওমেন ফিল্মমেকার সেকশনে প্রদর্শনী করা হয়েছে-লিস গাজী পরিচালিত রাইজিং সাইলেন্স, কপ্লোনিয়াম বরুবায়েভা পরিচালিত ওমুর(লাইফ), মারজিয়া রাতকভিক এন্ড ডিনকা রেডনিক পরিচালিত ইকিয়া ফর ইউ, রেট্রোস্পেক্টিভ বিভাগে দেখানো হয়েছে-গোরান পাসকালজেভিক পরিচালিত কাবারেট বালকান (পাওডার কে), গোরান পাসকালজেভিক পরিচালিত ওপটিমিস্টি (দ্য ওপটিমিস্টিস), সিনেমা ওয়ার্ল্ড বিভাগ ডারিয়াশ ইয়ারি পরিচালিত হান্টিং সেশন, প্রেরাগ ভেলিনোভিক পরিচালিত নাইগ (নো হোয়াইর) বাংলাদেশ প্যানোরোমা বিভাগে দেখানো হয়েছিলো-গোলাম মোস্তফা শিমুল পরিচালিত নামতা, ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত টু বি কন্টিনিউড সহ বেশকিছু শর্টফিল্ম দেখানো হয়। 

প্রদর্শনীয় ভেন্যুগুলো ঘুরে ঘুরে সরেজমিনে দেখা যায় উৎসবে মুখরিত ছিলো দর্শক। আয়োজক কমিটির সাথে কথা বলে জানা যায়, সকালের একটা শো ফ্রী। এমনকি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য টিকিট ফ্রী করে দেয়া হয়েছে। তাদের উপস্থিতি লক্ষণীয় এবং বিকেলের ও সন্ধ্যার শো গুলোতে টিকেট কেটে সব শ্রেণীর দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। 

বেশ কয়েকজন দর্শকদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশী চলচ্চিত্রের পাশাপাশি ভারতীয় চলচ্চিত্রের প্রতি তাদের আগ্রহটা একটু বেশী। এই উৎসবের মধ্য দিয়ে এক সাথে দেশ বিদেশের চলচ্চিত্র দেখার সুবর্ণ সুযোগ হাত ছাড়া করতে রাজি নন বলে জানান তারা।

গো নিউজ২৪/জাবু/আরআর

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী