ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন তারা


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৮, ০১:০৭ পিএম আপডেট: আগস্ট ১৫, ২০১৮, ০২:২৬ পিএম
বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন তারা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী। ১৯৭৫ সালের শোকাবহ এই কালোদিবসে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এই শোক দিবসে শেখ মুজিবুর রহমানকে স্বরণ করছেন সর্বস্তরের মানুষ। সঙ্গীতশিল্পীদের অনেকেও হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙালিকে নিয়ে গান গেয়েছেন।

১. পিতার রক্তে:


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। এটি লিখেছেন সুজন হাজং ও সুর করেছেন যাদু রিছিল। এর সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানের কথাগুলো হল - পিতার রক্তে রঞ্জিত এই বাংলাকে ভালোবাসি, তার রেখে যাওয়া এই বাংলার বুকে বারবার ফিরে আসি।

২. হয়নি তখন শেষ ভোরের আজান, গাইছিল পাখি সকালের গান:
গানটি গেয়েছেন সংগীতশিল্পী শফিক তুহিন। কথা যৌথভাবে লিখেছেন আবু সায়েম চৌধুরী ও শফিক তুহিন। সংগীতায়োজন করেছেন জেকে এবং মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইয়াসিন আলী। এটি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ১৪ আগস্ট ইউটিউবে প্রকাশিত হয়েছে।

৩. রক্তের ঋণ:


‘তোমার এক ফোঁটা রক্তের ঋণ, আজও আমি অশ্রুহীন-চোখে কেঁদে যাই অবিরাম, দিতে পারিনি আমি তোমার স্বপ্নের দাম, ঘুমাও তুমি জাতির পিতা, লাল সবুজের পতাকাতে মিশে আছো প্রাণের নেতা’ এমন কথার গানটি লিখেছেন, সুর ও কণ্ঠ করেছেন হাবিব মোস্তফা। সংগীতায়োজনে আছেন অণু মোস্তাফিজ। হাজী তুহিনের পরিকল্পনা ও তত্ত্বাবধানে পলাশ খানের পরিচালনায় গানটির ভিডিওতে অভিনয় করেছেন হাজী তুহিন ও কেয়া চৌধুরী।

৪. বঙ্গবন্ধুর সৈনিক:
গানটি গেয়েছেন দূরবীন ব্যান্ডের শহিদ। ফয়সাল রাব্বিকীনের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। শহিদ জানান, সিডি চয়েসের ব্যানারে গানটি ইউটিউবে প্রকাশ হবে।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী