ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হল কাঁপানো বছর হবে ২০১৮: বদিউল আলম


গো নিউজ২৪ প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৮, ০২:২৩ পিএম
হল কাঁপানো বছর হবে ২০১৮: বদিউল আলম

গতবছর মুক্তি পাওয়া সিনেমাগুলো তেমন একটা সফল না হলেও চলতি বছর হল কাঁপাবে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা গুলো। গতবছর প্রায় ৬০টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এর মধ্যে মাত্র দুটি সিনেমা ব্যবসা সফল হয়েছিল। আশা করি এবার আর এমনটা হবে না।

এভাবেই আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

তিনি বলেন,  গত বছরের হতাশা ভুলে আমরা নতুনভাবে শুরু করেছি। চলতি বছর হবে চলচ্চিত্রের বছর। আশা করি এ বছর থেকেই নতুনভাবে যাত্রা শুরু করবে বাংলা সিনেমা।  যারা এতদিন হাত গুটিয়ে বসে ছিলেন তারাও এখন বড় বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

বদিউল আলম আরো বলেন, এ বছর সরকারিভাবেও ব্যাপক সুবিধা পাওয়া যাবে। চলচ্চিত্রের মন্দা অবস্থা কাটানোর জন্য আমরা সম্ভাব্য সবকিছুই করছি। যেমন চলচ্চিত্র নির্মাণের জন্য ফ্লোর ভাড়া, কারিগরি ব্যবহারসহ আরো অনেক কাজ হাতে নেওয়া হয়েছে। এছাড়াও বিএফডিসির পক্ষ থেকেও ব্যাপক ইতিবাচক উদ্যেগ নেওয়া হয়েছে।

গত বছর মুক্তি পাওয়া ৬০টি সিনেমার মধ্যে ক্যাবল ব্যবসা সফল হয় 'নবাব' ও 'ঢাকা অ্যাটাক'।  বাকি ৫৮টি সিনেমার মধ্যে আলোচনায় ছিল হাতেগোনা কয়েকটি সিনেমা। এছাড়া বাকিগুলো পুঁজিও ঘরে তুলতে পারেনি।

তবে নতুন বছরে মুক্তির অপেক্ষায় থাকা ‘পাষাণ’, ‘নূরজাহান’ (যৌথ প্রযোজনা), ‘পোড়ামন ২’, ‘স্বপ্নজাল’, ‘মাস্ক’ (যৌথ প্রযোজনা), ‘চালবাজ’ (যৌথ প্রযোজনা), ‘বিজলী’, ‘একটি সিনেমার গল্প’, ‘জান্নাত’ ছবিগুলো এরই মধ্যে আলোচনায় চলে এসেছে।

এছাড়া ‘মনে রেখ’, ‘নোলক’, ‘দেবী’, ‘আদি’, ‘উনপঞ্চাশ বাতাস’, ‘আমার মা আমার বেহেস্ত’, ‘প্রেমের বাঁধন’, ‘অপারেশন অগ্নিপথ’, ‘আমি নেতা হব’, ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্লা মাইয়া’সহ আরো বেশ কয়েকটি সিনেমার শুটিং চলছে। অন্যদিকে শুটিং শেষ হওয়ার আগেই আলোচনায় আছে 'শনিবার বিকেল', 'প্রিয়তমা',' সুপার হিরো', 'হামলা মামলা ঝামেলা' ও 'যদি একদিন'। এইসব সিনেমা গত বছরের ক্ষতি পুষিয়ে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী