ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

না ফেরার দেশে গানের পাখি শাম্মী আক্তার


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ০৫:২৭ পিএম আপডেট: জানুয়ারি ১৬, ২০১৮, ১১:২৭ এএম
না ফেরার দেশে গানের পাখি শাম্মী আক্তার

গুণী সংগীতশিল্পী শাম্মী আক্তার আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর অতীশ দীপংকর রোডের হেলথ এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া...)। ৬২ বছর বয়সী এই কণ্ঠশিল্পী দীর্ঘ ছয় বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন।

শাম্মী আক্তারের স্বামী আকরামুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ বিকেল ৪ টা ২০ মিনিটে রাজধানীর অতীশ দীপংকর রোডের হেলথ এইড হাসপাতালে মারা যান।’ 

দীর্ঘ সময় ধরে হুইলচেয়ারে বসে দিন কেটেছে তাঁর। এমনকি কথাও বলতে পারছিলেন না ঠিকমতো। এই কণ্ঠশিল্পীর চিকিৎসা সহযোগিতায় পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন শাম্মী আক্তারকে।

চলচ্চিত্রে শাম্মী আখতার প্রায় ৩০০ গান গেয়েছেন। ১৯৭৭ সালের ২২ ফ্রেব্রুয়ারি আকরামুল ইসলামের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন শাম্মী আখতার। তাদের দুই সন্তান কমল ও সাজিয়া। দুই নাতি আর্শ ও আরিবের সঙ্গেই সময় কাটে শাম্মী আখতারের।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে ভালোবাসলেই সবার সঙ্গে ঘর বাঁধা যায় না গানটি গাওয়ার জন্য শাম্মী আখতারকে ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়।

উল্লেখ্য, ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে’, ‘ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’- এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার।

গো নিউজ২৪/কাসা

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী