ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স অ্যালামনাই এর পুনর্মিলনী


গো নিউজ২৪ | বিএস প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৯, ১০:২৬ পিএম আপডেট: জানুয়ারি ২৬, ২০১৯, ১২:৩০ পিএম
১৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স অ্যালামনাই এর পুনর্মিলনী

প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে একটি পুনর্মিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারী মাসের ১৬ তারিখ। এবারের পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য স্থান নির্ধারন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠ।

এই লক্ষ্যে বুধবার ফাইন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে এসোসিয়েশন ও লিয়াজোঁ কমিটির একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফাইন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ আব্দুল মোমেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফিন্যান্স অ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি হোসেন মাহমুদ, সাধারন সম্পাদক আজিজ আহমেদ ভূঁইয়া রুজভেল্ট, প্রফেসর ড. মাহবুব উদ্দিন চৌধুরী, প্রফেসর ড. মাহমুদ ওসমান ইমাম, ফারজানা লালারুখ, মোসাদ্দেক হোসেন, মাহবুবুল হক তাল্লু, ফেরদৌসুর রহমান বাপ্পি, মোহাম্মদ হায়দার আলী, পল্লবী সিদ্দিকা, কাজি মাহমুদুর রহমান, এম জাকির হোসেন, বোরহান উদ্দীন, কাজী আবিদুল হক, মাভিন আহমেদ প্রমুখ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারী, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে পুনর্মিলনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪.০০ টায় এবং শেষ হবে রাতে ডিনারের এর মধ্যে দিয়ে। জাকজমকপূর্ণ এই অনুষ্ঠানে থাকছে বাংলাদেশের স্বনামধন্য শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফল ড্রসহ আরো নানা আয়োজন। 

যারা অ্যালামনাই এসোসিয়েশনের লাইফ মেম্বার বা জেনারেল মেম্বার শুধুমাত্র তারাই অনুষ্ঠানে যোগ দিতে পারবে। তবে যারা এখনো লাইফ মেম্বার বা জেনারেল মেম্বার হয়নি তাদেরকে পুনর্মিলনী অনুষ্ঠানের নির্ধারিত চাঁদার সাথে লাইফ মেম্বারের জন্য এককালিন ১০,০০০ টাকা অথবা জেনারেল মেম্বারের জন্য ১,০০০ টাকা দিতে হবে।

গতবারের ন্যায় এবারও অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে। তার জন্য লগইন করতে হবে www.smartalumni.info তে। অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য চাঁদার হার জনপ্রতি ১,১০০ টাকা। কেউ স্পাউস সাথে নিয়ে যেতে চাইলে তাঁর জন্য অতিরিক্ত ১,০০০ টাকা চাঁদা দিতে হবে। অর্থাৎ যারা এসোশিয়েশনের জেনারেল বা লাইফ মেম্বার তাদের চাঁদার হার ১,১০০ টাকা এবং স্পাউসের জন্য অতিরিক্ত ১,০০০ টাকা। আর যারা মেম্বার হয়নি তাদের জন্য মেম্বার ফি ১,০০০ টাকা এবং চাঁদা ১,১০০ টাকা (স্পাউস থাকলে অতিরিক্ত ১,০০০ টাকা)। অনলাইন রেজিস্ট্রেশনের বিস্তারিত ওয়েব পোর্টালের ভিতর দেয়া আছে। 

এছাড়াও সকলের রেজিস্ট্রেশনের সুবিধার্থে এলাকা ভিত্তিক হাব তৈরী করে দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে। এরমধ্যে ফাইন্যান্স বিভাগে এরশাদ (০১৯ ১৪৩৭ ৯২৩০), মতিঝিল এলাকায় মোসাদ্দেক (০১৭ ২০০৫ ৬৪০৯), উত্তরায় সুপ্তা (০১৭ ২৯৬১ ৮৬৭২), ধানমন্ডীতে হাফিজ (০১৭ ১১৭০ ২৫৭৩), কারওয়ান বাজারে জুনায়েদ (০১৯ ১২৬৪ ৯৫৪৯), গুলশানে শামীমা (০১৬২৩২৭৬৮৪০)  এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

গো-নিউজ২৪/বিএস

 

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল