ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাবির শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ


গো নিউজ২৪ | রাবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০১৮, ০২:৪৯ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০৪:০২ পিএম
রাবির শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইন্টার্ন চিকিৎসক কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষকের নাম এনামুল জহির। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক। মারধরকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন চিকিৎসক কামাল ছাড়া বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, ‘গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ড দিয়ে যাওয়ার সময় দায়িত্বরত ইন্টার্ন পিংকির সঙ্গে শিক্ষক এনামুলের ধাক্কা লাগে। এ সময় পিংকি তাকে অপমানজনক কথা বললে শিক্ষক এনামুল ননসেন্স বলে মন্তব্য করেন। একপর্যায়ে পিংকি ফোন করলে কামালসহ কয়েকজন ইন্টার্ন এসে শিক্ষক এনামুলকে মারধর করে।

এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ নিয়ে প্রধান ফটকে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখেন। এতে দুপাশের প্রায় তিন কিলোমিটার রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমাদের শিক্ষককে আমরা কখনোই এভাবে দেখতে চাই না। রাস্তায় কুপিয়ে শিক্ষককে মারা হবে, হাসপাতালে গেলে মারধর করা হবে এগুলো আমরা মেনে নিবো না। এ সময় শিক্ষার্থীরা জড়িতদের ছাত্রত্ব বাতিল ও মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন অব্যাহত ছিলো।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘যে শিক্ষক আহত হয়েছে তিনি তোমাদের শিক্ষক কিন্তু আমাদের সহকর্মী। আমাদেরও খারাপ লাগছে। আমরা এ জড়িতদের ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।’

এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তারা শান্তিপূর্ণভবে আন্দোলন করছে। আমরা অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

গো নিউজ২৪/এমআর

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল