ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে শিক্ষকসহ আটক ১০, বহিস্কার ২৪


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ০৫:৫৫ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ১১:৫৫ এএম
চট্টগ্রামে শিক্ষকসহ আটক ১০, বহিস্কার ২৪

ঢাকা : এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে চট্টগ্রামে এক শিক্ষকসহ ১০ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এই ঘটনায় আরও ২৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার সকালে পটিয়া উপজেলা থেকে নগরীর কোতোয়ালি থানাধীন বাংলাদেশ মহিলা সমিতি স্কুলকেন্দ্রে আসার সময় এ ঘটনা ঘটে। জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক বলেন, বাসে থাকা ৫৬ জনের মধ্যে বহিস্কৃত ২৪ শিক্ষার্থী সায়েন্স বিভাগের। বাকি ৩২ জনের মধ্যে ৩০ জন কমার্সের ছাত্র ও দুই জন ভিন্ন স্কুলের হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, এই ২৪ জনের মধ্যে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনের কাছে মোবাইল ও ট্যাব পাওয়া যায়। আর বাকি দুই জন প্রশ্নপত্র পাওয়ার কথা স্বীকার করেছে। ওই বাসে আইডিয়াল স্কুলের পটিয়া শাখার শিক্ষক কোহিনুর আক্তার থাকায় তাকেও আটক করা হয়েছে। বাসে করে ফাঁস হওয়া প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল শিক্ষার্থীরা

জানা গেছে, পদার্থবিদ্যা বিষয়ের প্রশ্নপত্র পাওয়ায় চট্টগ্রাম আইডিয়াল স্কুলের ৫৬ শিক্ষার্থীকে নজরদারিতে রাখে প্রশাসন। মঙ্গলবার সকালে পটিয়া উপজেলা থেকে নগরীর কোতোয়ালি থানাধীন বাংলাদেশ মহিলা সমিতি স্কুলকেন্দ্রে আসার সময় তাদের আটক করে পুলিশ। তবে তাদের আজকের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

পরীক্ষার্থীরা চট্টগ্রাম আইডিয়াল স্কুলের পটিয়া শাখার শিক্ষার্থী। তারা শ্যামলী পরিবহনের একটি বাসে করে পরীক্ষাকেন্দ্রে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া ৯টার দিকে কোতোয়ালি থানাধীন জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে ওই বাসে তল্লাশি চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরাদ আলীর নেতৃত্বে একটি টিম। এ সময় ওই বাসে থাকা ৭/৮ জন শিক্ষার্থীর মোবাইল ফোনে প্রশ্নপত্র পাওয়া যায়। ওই প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া যায়। শিক্ষার্থীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মোবাইল ফোনে প্রশ্নপত্র ও উত্তরপত্র আদান-প্রদান করে।

 

গো নিউজ২৪/আই

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল