ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সন্তান পরীক্ষার্থী হলে হওয়া যাবে না কেন্দ্র সচিব


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রাজশাহী প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৮, ০৭:২২ পিএম
সন্তান পরীক্ষার্থী হলে হওয়া যাবে না কেন্দ্র সচিব

সন্তান পরীক্ষার্থী হলে কেন্দ্র সচিব হতে পারবেন না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। আসন্ন এসএসসি ও দাখিলের ভোকেশনাল বিভাগের পরীক্ষা কেন্দ্রের ক্ষেত্রে এমন নিয়ম করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (বাকাশিবো)। বোর্ডের সচিব নায়েব আলী ম-ল এ তথ্য জানিয়েছেন।

শনিবার দুপুরে রাজশাহী অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে সচিব তাদের এ তথ্য জানান। তিনি বলেন, শুধু সন্তানই নয়, স্ত্রী কিংবা স্বামী পরীক্ষার্থী হলেও হওয়া যাবে না কেন্দ্র সচিব। এক্ষেত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতিষ্ঠানের অন্য কোনো শিক্ষক কেন্দ্র সচিব বা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ড সচিব বলেন, পরীক্ষা হলে একমাত্র কেন্দ্র সচিব নিজের কাছে মোবাইল ফোন রাখতে কিংবা ব্যবহার করতে পারবেন। অন্য কেউ তা পারবেন না।পরীক্ষার্থীরা ঘড়ি ব্যবহার করতে পারবে না। এ জন্য প্রতিটি কক্ষে ঘড়ি রাখার জন্য কেন্দ্র সচিবদের নির্দেশনা দেন তিনি।

রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসিমা খাতুন। সভাপতিত্ব করেন বাকাশিবো’র সচিব নায়েব আলী ম-ল।

মতবিনিময় সভায় রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জের ৯৪টি কেন্দ্রের সচিবরা উপস্থিত ছিলেন। রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন। সভা সমন্বয় করেন বাকাশিবোর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (বিএম) আবদুল হান্নান।

 গো নিউজ২৪/আই
 

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল