ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করবেন না!


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৮, ০৪:৪৭ পিএম আপডেট: জানুয়ারি ২০, ২০১৮, ১১:৩৭ এএম
পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করবেন না!

ঢাকা : পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের লক্ষাধিক শিক্ষার্থী। ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিভুক্ত শিক্ষার্থীদের ঢাবির পরিচয়পত্র দেবে না তারা। এছাড়া ঢাবির আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, পাঠাগার প্রভৃতির কোনটিই ব্যবহার করতে পারবে না অধিভুক্তরা।

অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তি, ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ব্যাংকিং কার্যক্রম প্রভৃতি নিজ নিজ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা-সহায়ক কার্যক্রমও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

তবে কলেজগুলোর ভর্তি পরীক্ষা, শিক্ষা কার্যক্রম, একাডেমিক পরীক্ষা, ফলাফল প্রণয়ন, সিলেবাস প্রণয়নসহ সবকিছুর পর্যাবেক্ষণ এবং নিয়ন্ত্রণ থাকবে ঢাবির অধিনে। সেইসাথে শিক্ষাজীবন শেষে ঢাবির ইস্যু করা সনদ পাবে অধিভুক্ত শিক্ষার্থীরা। তবে ঢাবির নিজস্ব শিক্ষার্থী এবং অধিভুক্ত শিক্ষার্থীদের সনদে কিছু পার্থক্য থাকবে।

তাহলে প্রশ্ন হচ্ছে যদি সবকিছুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে হতে পারে তবে পরিচয়পত্র প্রদানে সমস্যা কোথায় ?

বিষয়টিকে একরকম পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হওয়ার মতো মনে করছেন অধিভুক্ত শিক্ষার্থীরা।

এবিষয়ে কথা হয় সরকারি তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে। তারা বিষয়টিকে পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হওয়ার মতো বলে উল্লেখ করেন। 

এদের একজন বাংলা বিভাগের ছাত্র সাদ্দাম হোসেন (২২) বলেন, যেহেতু অধিভুক্ত শিক্ষার্থীদের সনদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইস্যু করা হবে এবং তা ঢাবির নিজস্ব শিক্ষার্থীদের থেকে কিছুটা আলাদা হবে সেহেতু পরিচয়পত্রও একটু আলাদা করে দেয়া উচিৎ। এতে করে মানসিক দিক থেকে শিক্ষার্থীরা আরো বেশি উৎসাহী হবে।

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ইভা নূর পরিচয়পত্র না দেওয়ার বিষয়টিকে অমানবিক বলেছেন। তার মতে এটা আসলেই অমানবিক। তিনি বলেন, অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সাফল্য-ব্যার্থতাসহ সব কিছুরই অংশিদার হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাবি হচ্ছে আমাদের অভিভাবক। আশা করবো তারা আমাদের অভিভাবকের মতোই সকল বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থী সংখ্যা ৩১ হাজার ৯৯৫ জন। এছাড়া অধিভুক্ত সাতটি কলেজের মোট শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ২৩৬ জন। পূর্বে অধিভুক্ত আরো ১০৪ টি কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থী সংখ্যা ৪০ হাজার ৬৯৮ জন।

গো নিউজ২৪/আই

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল