ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮৬ হাজার ৮৬০


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৮, ১১:৩৮ এএম
রংপুরে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮৬ হাজার ৮৬০

২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারী থেকে দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি, মাদরাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এবার দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮৬ হাজার ৮৬০ জন। এরমধ্যে ছাত্র ৯৫ হাজার ৮৩৬ জন এবং ছাত্রী ৯১ হাজার ২৪ জন রয়েছে। এই বিভাগের আট জেলার ৫৪টি উপজেলার ২৬০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীরা আসন বসানো হবে।  

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর হোসেন জানান, রংপুর বিভাগের আট জেলার ৫৪টি উপজেলার ২ হাজার ৬১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৮৬ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিবেন। এরমধ্যে নিয়মিত ১ লাখ ৬৪ হাজার ৬২ জন, অনিয়মিত ২২ হাজার ৪৭৩ জন এবং মান উন্নয়ন ৩২৫ জন পরীক্ষার্থী রয়েছেন। 

তিনি আরো জানান, দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার বিজ্ঞান বিভাগে ৮৪ হাজার ৬৫ জন, মানবিকে ৯৫ হাজার ৫৫৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৫ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী অংশ নিবেন। বিভাগের ২৬০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপুর্নভাবে অনুষ্ঠানের জন্য কেন্দ্র ভিত্তিক ভিজিলেন্স টিম ছাড়াও উচ্চ পর্যায়ের মনিটরিং গঠন করা হয়েছে। পরীক্ষা উপলক্ষ্যে বিভাগের সকল কোচিং সেন্টার পরীক্ষা শুরুর তিনদিন আগে থেকে বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত এবছর অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি অনুযায়ী সকালের পরীক্ষা ১০টা থেকে এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে শুরু হবে। ১ ফেব্রুয়ারী বাংলা (আবশ্যিক) প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। এবার শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও লেখাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা হচ্ছে না।

গো নিউজ২৪/এবি
 

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল