ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেরোবিতে শিক্ষক সমিতির নেতৃত্বে নতুন মুখ


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ১০:০০ এএম
বেরোবিতে শিক্ষক সমিতির নেতৃত্বে নতুন মুখ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের নিরঙ্কুশ জয় হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারী) অনুষ্ঠিত এ নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদেই নিরঙ্কুশ জয় পেয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ। অন্যদিকে চরম ভরাডুবি হয়েছে আওয়ামীপন্থী অপর প্যানেল ‘নীলদল’ এর।

নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সমাজের প্যানেল থেকে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তৃতীয় অ্যাকাডেমিক ভবনের ৩০২ নম্বর কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন শিক্ষক সমিতির সদস্যরা। সমিতির ১৫৩ ভোটারের মধ্যে ১৩৪ জন ভোট দিয়েছেন।

ভোট গণনা শেষে মঙ্গলবার রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রানা।

নির্বাচন কমিশনার জানায়, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ ও নীল দল থেকে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এতে সহ-সভাপতি পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আলী রায়হান সরকার, কোষাধ্যক্ষ পদে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নুর আলম সিদ্দিক, যুগ্ম-সম্পাদক পদে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আতিউর রহমান নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম নিরব, গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান সেলিম, দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম রিপন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক বিপুল হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রদীপ কুমার সরকার, গণিত বিভাগের বিভাগীয় প্রধান কমলেশ চন্দ্র রায়, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে এই নির্বাচনে শিক্ষকদের একাংশের সংগঠন নীল দল থেকে সভাপতি পদে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ) এবং সাধারণ সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমানের ১৫ সদস্যদের পুরো প্যানেলেরই চরম ডরাডুবি হয়েছে। 
উল্লেখ্য, প্রতি এক বছর পর পর শিক্ষক সমিতির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ষষ্ঠ নির্বাচন।

গো নিউজ২৪/এবি
 

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল