ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাসপাতালে ভর্তি অধ্যাপক আনিসুজ্জামান


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ০৬:৫৫ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ১২:৫৫ পিএম
হাসপাতালে ভর্তি  অধ্যাপক আনিসুজ্জামান

ঢাকা: পিঠে ব‌্যথা নিয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের এমিরেটাস অধ‌্যাপক আনিসুজ্জামান। বিদেশে চিকিৎসা নিয়ে ফেরার নয় দিনের মাথায় তিনি ফের চিকিৎসকের স্মরণাপন্ন হলেন।

শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

তবে জন্মদিন বলে তাকে সাময়িক সময়ের জন‌্য বাসায় নিয়ে গেছেন পরিবারের সদস‌্যরা। আনিসুজ্জামানের ৮০তম জন্মবার্ষিকী ঘিরে নানা আয়োজন আছে।

ঠাণ্ডাজনিত অসুস্থতার সঙ্গে মেরুদণ্ডে তীব্র ব‌্যথা অনুভবের পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে থাইল‌্যান্ড নেয়া হয়েছিল এ অধ‌্যাপককে। সেখানে চিকিৎসা নিয়ে তিনি গত ৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন।

এই কদিন কিছুটা ভালো থাকলেও পিঠের ব‌্যথা আবার বেড়ে যাওয়ায় শনিবার সকালে তাকে বিএসএমএমইউতে নেয়া হয়।

সেখানে ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আতিকুল হকের অধীনে তাকে ভর্তি করা হয় বলে জানান, তার জামাতা আজিমুল হক রায়হান।

তবে এরপর তাকে বাসায় নেয়া হয় বলে তার ছেলে আনন্দ জামান জানান।

তিনি বলেন, “থাইল্যান্ডের চিকিৎসক বলেছিলেন, পিঠে ব্যথা সেরে যাবে। কিন্তু কোনো উন্নতি হয়নি।”

“চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র শুক্রবার বিএসএমএমইউ-তে পাঠানো হয়েছিল। শনিবার সকালে ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বাবাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন।”

ফুসফুসে সংক্রমণ থেকে পিঠে ব্যথা খুব বেড়ে গেছে জানিয়ে অধ্যাপক আতিকুল হক এ অধ‌্যাপককে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

“যেহেতু শনিবার তার ৮১তম জন্মদিন, তাই তাকে কয়েক ঘণ্টার জন্য হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। বাবার ছাত্র, অনুরাগীরা তাকে দেখতে আসছেন।” বলেন আনন্দ।

এদিকে, অধ্যাপক আনিসুজ্জামানকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পরবর্তী চিকিৎসার বিষয়ে জামাতা আজিমুল হক বলেন, “ইন্টারনাল মেডিসিন বিভাগের চিকিৎসকরা আগে দেখবেন। তারপর তার চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।”

খ‌্যাতিমান অধ‌্যাপক আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে। ভারত ভাগের পর তারা এপারে চলে আসেন।

গোনিউজ২৪/এম

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল