ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাণিজ্যমেলার পর্দা উঠছে বিকেলে


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৯, ২০১৯, ০৮:২৮ এএম আপডেট: জানুয়ারি ৯, ২০১৯, ০৮:৫১ এএম
বাণিজ্যমেলার পর্দা উঠছে বিকেলে

ঢাকা: মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে বিকেলে। বুধবার দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেলার উদ্বোধন করবেন। এরপরেই দর্শনার্থীদের জন্য বিকেলে ৩টায় মেলার মূল ফটক খুলে দেয়া হবে।

এবার মেলার গেট নির্মাণ করা হবে মেট্রোরেলের আদলে। এছাড়া মেলাপ্রাঙ্গণ জুড়ে সরকারের বিভিন্ন উন্নয়নচিত্রও তুলে ধরা হবে। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হবে।

মেলায় প্রাপ্তবয়স্কদের প্রবেশের টিকিটের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ২০ টাকা। তবে প্রথমবারের মতো থাকছে অনলাইনে টিকিট করার ব্যবস্থা রাখা হয়েছে।

ইপিবি জানিয়েছে, ৯ জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে মেলার মূল ফটক। এবারের মেলায় স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ৬০৫টি। দর্শনার্থীদের সুবিধার জন্য মেলায় থাকছে পর্যাপ্ত সবুজ চত্ত্বর। বিশ্রামের জন্য থাকবে আরামদায়ক ও শোভন বেঞ্চ। মেলা প্রাঙ্গণ হবে হকার ও ভিক্ষুক মুক্ত। শিশুদের বিনোদনের জন্য থাকছে শিশু পার্ক। থাকছে মা ও শিশু কেন্দ্র। আর খাদ্য দ্রব্যের মান নিয়ন্ত্রণে থাকছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আলাদা বুথ।

প্রসঙ্গত, মেলা শুরু হওয়ার কথা ছিল ১ জানুয়ারি থেকে। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার ৯ জানুয়ারি মেলাটির উদ্বোধন করা হবে।

গো নিউজ২৪/এমআর 

অর্থনীতি বিভাগের আরো খবর
৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা