ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরিষার বাম্পার ফলনের হাতছানি


গো নিউজ২৪ | ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০১৮, ১২:৪৬ পিএম
সরিষার বাম্পার ফলনের হাতছানি

ঝালকাঠির দিগন্ত জোড়া মাঠ গুলোতে ফোটা সরিষার ফুল নজর কেড়েছে সবার। এবছর সরিষার বাম্পার ফলনের হাতছানি দেখা দিয়েছে। এতে কৃষকের মুখেও ফোটেছে হাসি।

হলদে রঙের ফুলে মৌ মাছির গুন গুন শব্দ শুনতে ভাল লাগে সবার । কৃষি বিভাগ সুত্রে জানা গেছে জেলার চার উপজেলার ৪৭৫ হেক্টর জমিতে এবছর সরিষার চাষ হয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ২০০ হেক্টর, নলছিটিতে ১৭৫ হেক্টর, রাজাপুরে ৫০ হেক্টর ও কাঠালিয়ায় ৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।

আবাহাওয়া অনুকূলে থাকায় ফল ভাল হবার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে সরিষার ক্ষেতে ফুল ফুটেছে। সড়ক মহাসড়কের পাশ থেকে চলাচলের সময় মাঠের মাঝ খানে থাকা সরিষার ক্ষেত সকলে দৃষ্টি কারে।

অনেকে আবার সরিষা ক্ষেতের পাসে দাঁড়িয়ে ছবি তুলতে পছন্দ করেন। নভেম্বর মাসের শুরুতে সরিষার চাষ শুরু হয়। ফলন পাকতে প্রায় তিন মাস সময় লাগে। এখন মাঝা মাঝি সময়। ধান বা অন্য ফসলের তুলনায় লাভ জনক হওয়ায় কৃষকরা দিন দিন সড়িষা চাষের দিকে ঝুকছে।

উচু জমি সরিষা চাষের জন্য উপযুক্ত। প্রথমে হালকা ভাবে চাষাবাদ করে সরিষার বীজ বপন করতে হয়। এর পরে দু’এক বার সামান্য ঔষধ ও কীটনাশক দিলেই সহজে ফলন ভাল হয়।

তুলনা মুলক কম পরিশ্রমে অধিক লাভ হওয়ায় এই অঞ্চলের কৃষকরা দিন দিন সরিষা চাষে আগ্রহ প্রকাশ করছে।

ঝালকাঠির নলছিটি উপজেলার বারইকরণ গ্রামের কৃষক হেলাল হাওলাদার বলেন,‘ আমরা এক একর জমিতে সরিষার চাষ করেছি। ক্ষেতে ফুল ফুটেছে। আসা করছি ফলন ভাল হবে। সরিষায় ধানের চেয়ে বেশি লাভ।

ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. শাহজালাল বলেন,‘ আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদেরকে বীজ ও সার সরবরাহ করেছি। পাশাপাশি কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।

গোনিউজ২৪/কেআর

অর্থনীতি বিভাগের আরো খবর
৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা