ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আত্মসমর্পণ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকতে পারেন বদি!


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০১৯, ১০:২০ এএম
আত্মসমর্পণ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকতে পারেন বদি!

কক্সবাজার: ভয়াবহ মাদক ইয়াবা বাণিজ্যের গডফাদারদের পৃষ্ঠপোষক হিসেবে তালিকাভুক্ত থাকা টেকনাফের সাবেক সাংসদ আবদুর রহমান বদি এবার সংসদ সদস্য না হলেও নির্বাচনের পরেও আছেন আলোচনায়।

যে বদি ইয়াবা ব্যবসায়ে সম্পৃক্ত থাকার অভিযোগে টানা দশ বছর ধরে তিনি সমালোচিত, সেই ব্যবসায় সম্পৃক্ত ব্যবসায়ীদের আত্মসমর্পণের অনুষ্ঠানে তাকেও অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সম্ভাবনার কথা জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সব কটি তালিকায় পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত সাবেক এই এমপি বদির দাবি, প্রধানমন্ত্রীর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুঙ্খানুপুঙ্খ তদন্তে তিনি নিরপরাধ হিসেবে প্রমাণিত হয়েছেন। টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিতে গত সোমবার তিনি বলেন, ইয়াবা সিন্ডিকেট মোটা টাকা ঢেলে প্রশাসনের বিভিন্ন তালিকায় অন্যায়ভাবে আমার নাম ঢুকিয়েছিল। আমি ইয়াবা ব্যবসা করি না। যারা অপরাধী, তারাই এখন আত্মসমর্পণ করছে।

এর আগে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতার করা হলেও আবদুর রহমান বদিকে ধরেনি পুলিশ। তখন সরকারের তালিকাভুক্ত এই পৃষ্ঠপোষককে নিয়ে গণমাধ্যমে লেখালেখি হয়। টেলিভিশনের টক শোতেও চলে তাকে নিয়ে আলোচনা। তবে তখন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের একটি মামলায় তিনি এক মাসের মতো জেল খাটেন।

এদিকে ক্ষমতাসীন দল টানা তৃতীয় দফায় সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনি ইশতেহার অনুযায়ী এবারে তার সরকারের যে কয়েকটি লক্ষ্যের কথা ঘোষণা করেছেন তাতে একেবারে ওপরেই রয়েছে জঙ্গি দমন ও মাদক নির্মূলের প্রতিশ্রুতি। এই ঘোষণা আগের দুই মেয়াদে দেওয়া হলেও এবারের জিরো টলারেন্স যে শুধুমাত্র কথার কথা হবে না তার ইঙ্গিত মিলেছে কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের আয়োজনের মধ্য দিয়ে। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেওয়া হলেও চাপটি যে প্রবল তা টের পাওয়া যাচ্ছে তালিকাভুক্তদের মধ্যে এ পর্যন্ত শতাধিক ব্যক্তির আত্মসমর্পণের মধ্য দিয়ে। জেলা পুলিশ লাইনে পুলিশের জিম্মায় থাকা এসব ব্যবসায়ী এখন অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের জন্য।

এ ব্যাপারে কক্সবাজার জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টেকনাফে আত্মসমর্পণ অনুষ্ঠানটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে অন্তত ১৫০ জনের নাম থাকতে পারে। তাদের মধ্যে আলোচিত বদির পরিবারের সাত সদস্য আছেন। বদি তালিকাভুক্ত হলেও আত্মসমর্পণ করবেন না। টেকনাফে হবে আত্মসমর্পণ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে বদির স্ত্রী শাহীন আক্তার বিশেষ অতিথি হিসেবে থাকবেন। অনুষ্ঠানে থাকতে পারেন আলোচিত বদিও।

গো নিউজ২৪/এমআর

 

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার