ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রিজন ভ্যানে হামলা ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা


গো নিউজ২৪ প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০১৮, ০৮:৫৬ এএম
প্রিজন ভ্যানে হামলা ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

রাজধানীর হাইকোর্ট এলাকায় প্রিজন ভ্যানে হামলা চালিয়ে আটক দুইজনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পৃথক দু’টি মামলা করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় মামলা দু’টি দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রিজন ভ্যানে হামলা ও আটক দুইজনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দু’টি মামলা (নম্বর ৫৭ ও ৫৮) করা হয়েছে। শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রহিদুল ইসলাম ও চম্পক বাদী হয়ে মামলা দু’টি করেছেন।

মামলায় আটক ৬৯ জনের নাম উল্লেখ ছাড়াও আরও ৭-৮শ’ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান ডিসি মারুফ।

এদিকে হামলার পর রাতে নির্দেশদাতা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে পুলিশ। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, প্রিজন ভ্যানে হামলা চালিয়ে আটকদের ছিনতাইয়ের ঘটনার নির্দেশদাতা হিসেবে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করা হয়েছে। নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বুধবার (৩১ জানুয়ারি) আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গোনিউজ২৪/কেআর

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার