ঢাকা শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০

বক্স খাট আর মিটসেফের মধ্যে ফেনসিডিল!


গো নিউজ২৪ | তবিবর রহমান, যশোর প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৮, ০৭:৩৪ পিএম
বক্স খাট আর মিটসেফের মধ্যে ফেনসিডিল!

বক্স খাটের বক্সসহ বিভিন্ন অংশে ও মিটসেফের (শোকেস) কাঠের ভেতরে অভিনব কায়দায় সাজানো ফেনসিডিল! এভাবেই বঙ্খাট ও মিটসেফের মাধ্যমে ফেনসিডিল পাচারের প্রস্তুতি চলছিল। এমন সময় হানা দেয় র‌্যাব সদস্যরা। মাদক বিক্রেতা মা ও ছেলেকে আটক এবং উদ্ধার করা হয় ফেনসিডিল।

রোববার বিকেলে যশোরের শার্শা উপজেলার লাউতারা সরদারপাড়ায় এ ঘটনা ঘটেছে। আটক দু’জন হলো, শার্শার লাউতলা সরদারপাড়ার জয়নাল সরদারের ছেলে জয়নুর বেগম (৪৫) ও তার ছেলে মাসুদ রানা (২২)।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়াউর রহমান জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন, শার্শার লাউতারা সরদারপাড়া গ্রামের মাঠপাড়া ফেনসিডিল বেচাকেনা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে তারা ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী রত্নার রত্না মঞ্জিলে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির তত্ত্বাবধানে থাকা রত্নার মা জয়নুর বেগম ও মাসুদ রানাকে আটক করা হয়।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী, বক্স খাটের বিভিন্ন অংশ ও মিটসেফের (শোকেস) কাঠের ভেতর থেকে উদ্ধার করা হয় ১ হাজার ২ বোতল ফেনসিডিল। খাট ও মিটসেফের মাধ্যমে এই ফেনসিডিল পাচারের প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে। 

তবে অভিযানকালে শার্শার কন্যাদহ গ্রামের রথি মোল্লার ছেলে হাসানুজ্জামান হাসান ও নূর ইসলামের ছেলে আসানুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।

গোনিউজ২৪/কেআর

 

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার