ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষকের নির্যাতনে ৮ পরীক্ষার্থী আহত, প্রধান শিক্ষক গ্রেফতার


গো নিউজ২৪ | ফয়সল বিন ইসলাম নয়ন ,ভোলা প্রতিনিধিঃ প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০১৯, ০৬:৩২ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০১৯, ০৭:৩৩ পিএম
শিক্ষকের নির্যাতনে ৮ পরীক্ষার্থী আহত, প্রধান শিক্ষক গ্রেফতার

ভোলার দৌলতখানের নলগোড়া শরীফ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানের নির্যাতনে নলগোড়া দাখিল মাদ্রাসার ৮ পরীক্ষার্থী ও এক পরীক্ষার্থীর বাবা আহত হওয়ার ঘটনা ঘটেছে। থানায় মামলা দায়েরের পর ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, নলগোড়া দাখিল মাদ্রাসার ৮ পরীক্ষার্থী লিমা , সোনিয়া, রাবেয়া, রাফিয়া, নিলুফা, হাফছা, ফারজানা ও রাশেদ ইংরেজি ২য় পত্র পরীক্ষা দিতে অটোরিকসা ভাড়া করে দৌলতখান পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে নলগোড়া শরীফ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজান ওই অটোযোগে তাদের সাথে যেতে চাইলে সিট খালী না থাকায় অটোচালক না থামিয়ে চলে যায়। ওই শিক্ষার্থীরা পরীক্ষা শেষে ফেরার পথে নলগোড়া দাখিল মাদ্রাসার পার্শ্ববর্তী রাস্তয় পূর্বের জের ধরে শিক্ষক মিজান শিক্ষার্থীদের অটো থামিয়ে চালক জামালসহ সব শিক্ষার্থীদের অটো  থেকে নামিয়ে এলোপাথারী মারধর করে শ্লিলতাহানী ঘটায়। এতে পরীক্ষার্থী  সোনিয়া, রাবেয়া ও ফারজানার বাবা জামাল মিয়া গুরুতর আহত হয়। আহতদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্বার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।খবর পেয়ে ভোলা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম ও দৌলতখান থানার ওসি এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এসময় মাদ্রাসা মাঠে আহত শিক্ষার্থীদের সহপাঠি, অভিভাবক, মাদ্রাসা শিক্ষক ও এলাকাবাসী ওই শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে। তাৎক্ষনিক জেলা প্রশাসক ওই শিক্ষকের বিরুদ্ধে যথাযথা আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ সময় আহত ফারজানার মা বাদী হয়ে মামলা দিলে দৌলতখান থানা পুলিশ রাতেই ওই প্রধান শিক্ষক মিজানকে গ্রেফতার করে।দৌলতখান পরীক্ষা কেন্দ্র সচিব এম এ সামাদ বলেন, যে সব শিক্ষার্থীরা আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে তাদের পরীক্ষা হাসপাতালেই নেয়া হবে।নলগোড়া মাদ্রাসা সূপার মোঃ ইসমাইল হোসেন বলেন, শিক্ষার্থীদের উপর যে শিক্ষক হামলা ও শারিরীক নির্যাতন করেছে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।এ দিকে মাদ্রাসা কমিটির সভাপতি উত্তর জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইয়াছিন লিটন বলেন, ওই প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের ছাত্রীদের সাথে ইতি পূর্বেও অনেকবার শ্লীলতাহানীর ঘটনা ঘটিয়েছে।

গোনিউজ২৪/এমএএস

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা