ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২ জন শিক্ষকেই চলছে ২৩৮ শিক্ষার্থীর পাঠদান


গো নিউজ২৪ | বায়েজীদ,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০১৯, ০২:৩৭ পিএম আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০১৯, ০৮:৩৭ এএম
২ জন শিক্ষকেই চলছে ২৩৮ শিক্ষার্থীর পাঠদান

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী ২৩৮ জন আর শিক্ষক মাত্র দুজন।আজ মঙ্গলবার) ৫ই ফ্রেরুয়ারী) সরজমিনে গিয়ে দেখা যায়, একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক, এই দু শিক্ষক দিয়েই চলছে, ২৩৮ জন শিক্ষার্থীর পাঠদান ও তাদের সামলানো দুজন শিক্ষকের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।ফলে শিক্ষার্থীদের সুষ্ঠু পাঠ গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একজন সদস্য জানান, বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠদানের জন্য শিক্ষক ছিলেন সাতজন। এর মধ্যে অনিয়মতান্ত্রিকভাবে তিনজন শিক্ষককে বিপিএড প্রশিক্ষণে পাঠানো হয়েছে, তারা হলেন-সবিতা রানী সরকার, ফিরোজ হোসেন ও মনিরুজ্জামান। দুজন শিক্ষককে বদলি করা হয়েছে। এখন প্রধান শিক্ষকসহ মাত্র দুজন শিক্ষক রয়েছেন।

 ক্লাসে পাঠদানের বাইরেও প্রধান শিক্ষককে অফিসিয়াল কাজ করতে হয়। তিনি আরও বলেন, এক বিদ্যালয় থেকে একসাথেই তিনজন শিক্ষককে বিপিএড প্রশিক্ষণে পাঠানো নজিরবিহীন। এ নিয়ে কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোনো ফল হয়নি। তিনি অবিলম্বে শিক্ষক নিয়োগ দেয়ার দাবি জানান। এ ব্যাপারে সদর উপজেলা শিক্ষা অফিসারের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

গোনিউজ২৪/এমএএস

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা