ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওসি বললেন, সবই পারেন তারা মিয়া


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৯, ০৮:১৪ পিএম আপডেট: জানুয়ারি ২৩, ২০১৯, ০৮:১৬ পিএম
ওসি বললেন, সবই পারেন তারা মিয়া

পুলিশের নাশকতার মামলায় ঢাকায় জামিন চাইতে আসা তারা মিয়ার বিরাট ছবি এসেছে গণমাধ্যমে। এরপর শুরু হয় সমালোচনার ঝড়। তারার বিরুদ্ধে মামলা করা সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, এই ব্যক্তির হাতে সমস্যা থাকলেও তিনি সবই করতে পারেন।

সুনামগঞ্জের তারামিয়া, যিনি কি না হাত পেতে সংসার চালান। তার ভিক্ষা করার কারণ আর কিছুই নয়, তার শারীরিক অক্ষমতা। এক হাতে শক্তি নেই, তাই চেয়েচিন্তে চলেন। অথচ এই তারা মিয়াই নাকি পুলিশের ওপর অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েন। অন্তত পুলিশের মামলায় তাই বলা হয়েছে।

গণমাধ্যমে আসা প্রতিবেদন অনুযায়ী তারা মিয়ার ডান হাতটি অস্বাভাবিক চিকন, নাড়াতেই কষ্ট হয়। কিছু ধরতে বা কাজ করতে পারেন না ডান হাত দিয়ে। এমনকি ডান হাতে খেতেও পারেন না। এটি তার জন্মগত সমস্যা। বাম হাত তুলনামূলকভাবে লম্বা এবং বাঁকানো।

তবে গত ২৮ ডিসেম্বর জামালগঞ্জ পুলিশের পক্ষ থেকে করা মামলায় বলা হয় , বিকাল চারটার পর মল্লিকপুর বাজারে পুলিশের ওপর চাপাতি, হকিস্টিক ও লোহার রড় দিয়ে আক্রমণের ঘটনা ঘটে। এতে ৫২ জনকে আসামি করা হয়, যাদের একজন তারা মিয়া।

এই ঘটনার সংবাদ প্রকাশের পর তোলপার হচ্ছে গোটা সুনামগঞ্জ জেলা জুড়ে। সামাজিক মাধ্যমে সমালোচনা দেশের সীমাও পারিয়েছে।

তারার বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের ভান্ডা গ্রামে। 

কীভাবে নাশকতার মামলার আসামি হলেন তিনি?- জানতে চাইলে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম বলেন, ‘২৮ (ডিসেম্বর) পুলিশের সঙ্গে সংর্ঘষের সময় স্পটে সে ছিল, অন দ্য স্পট।’

‘আসামি একশ লোক। সবার হাতে অস্ত্র ছিল আমরা তা এজহারে বলি নাই। ও জন্ম থেকে হাতে সমস্যা হলেও সংঘর্ষের সময় স্পটে ছিল। সে সুস্থ। ঘটনাস্থলে সবার সাথে সে ছিল। তাই তাকে আসামী করা হয়েছে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা