ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে আলোর ফেরিওয়ালা: অর্ধশতাধিক ঘর আলোকিত


গো নিউজ২৪ | মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৯, ০৪:০৫ পিএম আপডেট: জানুয়ারি ১৯, ২০১৯, ০৪:০৬ পিএম
মির্জাপুরে আলোর ফেরিওয়ালা: অর্ধশতাধিক ঘর আলোকিত

টাঙ্গাইল: স্বপ্ন নয়, শতভাগ সত্যি। মাত্র পাঁচ মিনিটেই চলছে বিদ্যুৎ সংযোগ। টাঙ্গাইলের মির্জাপুরে গত এক সপ্তাহে আলোর ফেরিওয়ালার সৌজন্যে অন্তত অর্ধশতাধিক ঘর আলোকিত হয়েছে। স্বপ্নের মত এত সহজে বিদ্যুৎ সংযোগ পেয়ে এলাকার প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের মধ্যে যেন খুশির শেষ নেই।

টাঙ্গাইল পল্লিবিদ্যুৎ সমিতি-১ এর গোড়াই ও মির্জাপুর অঞ্চলের অফিস সূত্রে জানা গেছে, পল্লিবিদ্যুতের সেবা গ্রাহকদের জন্য সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। তারমধ্যে সবচেয়ে সারা জাগানো পদক্ষেপ হচ্ছে আলোর ফেরিওয়ালা। এর মাধ্যমে গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে অতি সহজে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। রিক্সা ভ্যানে করে তার মিটার নিয়ে এলাকায় ঘুরে ঘুরে জামানত জমার পাঁচ মিনিটের মধ্যে গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে।

মির্জাপুরে এই প্রকল্প শুরু হয়েছে এক সপ্তাহ আগে। ইতিমধ্যে মির্জাপুরের বিভিন্ন গ্রামে আলোর ফেরিওয়ালার সৌজন্যে অন্তত অর্ধশতাধিক বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ঘর আলোকিত করা হয়েছে বলে জানা গেছে। এ যেন স্বপ্নের আলাদিনের চেরাগ বাস্তবে ধরা দিয়েছে।

উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামেড়া গ্রামের আলম বলেন দালাল চক্রের খপ্পরে পড়ে বিদ্যুতের জন্য আর দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছেনা। এত সহজে বিদ্যুৎ পাবো তা ভাবতেই পারিনি।

কাট বহুরিয়া গ্রামের সাইফুল ইসলাম আনন্দে আত্নহারা হয়ে বলেন এ যেন স্বপ্ন। এত সহজে বিদ্যুৎ পাবো কখনো ভাবিনি।

দিঘুলিয়া গ্রামের রাসেল ও আব্দুল কালেক পাঁচ মিনিটে বিদ্যুৎ সংযোগ পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন শেখের বেটি যা কয় তাই করে। ঘরে ঘরে কারেন দিবার চাইছিলো তাই দিতাছে।

টাঙ্গাইল পল্লিবিদ্যুৎ সমিতি মির্জাপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মোর্শেদুল ইসলাম বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। এই কর্মসুচীকে সফল করতেই আমাদের এই ব্যাতিক্রমধর্মী প্রকল্প। শতভাগ বিদ্যুতের জন্য এই কর্মসূচী চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় সংসদ সদস্য মো. একাব্বর হোসেন বলেন মির্জাপুরে শতভাগ বিদ্যুৎ সংযোগ ছিল আমার নির্বাচনী প্রতিশ্রুতী। আলোর ফেরিওয়ালার মাধ্যমে সেই প্রতিশ্রুতীর লক্ষ অর্জনে অগ্রসর হচ্ছে।

গো নিউজ২৪/এমআর

 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা