ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যান হত্যায় আটক ৪, তথ্য জানাতে ওসির তালবাহানা !


গো নিউজ২৪ | শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি:  প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ০৬:৫৭ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ১২:৫৭ পিএম
ইউপি চেয়ারম্যান হত্যায় আটক ৪, তথ্য জানাতে ওসির তালবাহানা !

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশকে (৪৮) গুলি করে এবং কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ইউপি মেম্বারসহ চারজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। 


শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরা হলেন-দিঘলিয়া ইউপি মেম্বর বাটিকাবাড়ি গ্রামের মহিউদ্দিন কাজীর ছেলে ফরিদ আহম্মেদ বুলু (৪৮), কুমড়ি গ্রামের আবদুস সালাম শরীফের ছেলে শরীফ বাকি বিল্লাহ (৩৮), একই গ্রামের সোহেল হোসেনের ছেলে স্ত্রী রিজিয়া সুলতানা এবং লোহাগড়া পৌরসভার রাজুপুরের সাত্তার শেখের ছেলে মিরান শেখ (৩০)।


এদিকে, এ হত্যাকান্ডের ঘটনায় শনিবার বিকেল ৪টা পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহতের স্বজনেরা জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে পলাশ হত্যার ঘটনায় মামলাসহ আটকের ব্যাপারে গত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিভিন্ন সময়ে লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলামের সাথে সাংবাদিকরা ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি। তথ্য জানাতে সাংবাদিকদেও সহযোগীতা করছেন না ওসি। এর আগেও বিভিন্ন ঘটনায় লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম সাংবাদিকদের অসহযোগিতা করেন বলে নড়াইলের গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন।


জানা যায়, নড়াইল সদর হাসপাতালে নিহত পলাশের ময়নাতদন্ত শেষে গত শুক্রবার বিকেলে লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের বাড়িতে চেয়ারম্যান পলাশকে দাফন করা হয়। 


উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি সকালে লোহাগড়ার উপজেলার কুমড়ি গ্রামের বাড়ি থেকে অফিসের কাজে লোহাগড়া উপজেলায় আসেন দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশ। দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলা সেটেলমেন্ট অফিসের পুর্ব পাশে পৌঁছালে সেখানে ওৎ পেতে থাকা ৪-৫ জন দুর্বৃত্ত চেয়ারম্যানকে লক্ষ্য করে। গুলি তার মাথায় বিদ্ধ হয়ে পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

চেয়ারম্যানের সঙ্গে থাকা ইউপি সদস্যের চিৎকারে উপজেলা পরিষদ চত্বরে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। তারা মুুমূর্ষু অবস্থায় পলাশকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে লতিফুর রহমান পলাশ আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।

 

গো নিউজ২৪/আই

 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা