ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাতে মেহেদি শুকানোর আগেই লাশ হলেন ঝর্ণা


গো নিউজ২৪ | তবিবর রহমান, যশোর প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৮, ০৯:০৫ পিএম
হাতে মেহেদি শুকানোর আগেই লাশ হলেন ঝর্ণা

বিয়ে হয়েছে মাত্র ছয় দিন। হাতে এখনও লাল টকটকে মেহেদি। কিন্তু তার আগেই পৃথিবী ছেড়ে গেলেন নববধূ ঝর্ণা খাতুন (২০)। রোববার তিনি পিত্রালয়ে তার রহস্যজনক মৃত্যু হয়। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঝর্ণা খাতুন নড়াইল জেলার ভদ্রবিলা গ্রামের রাজু মোল্যার স্ত্রী ও যশোরের মণিরামপুর উপজেলার কাশিমনগর গ্রামের সাহেব আলীর মেয়ে।

মৃতের ভগ্নিপতি আল-আমিন যশোর হাসপাতালে সাংবাদিকদের জানিয়েছেন, ১৫ জানুয়ারি ঝর্ণা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। শুক্রবার সকালে স্বামী ও দু’ননদকে সাথে নিয়ে তিনি মণিরামপুর বাপের বাড়ি বেড়াতে আসেন। শনিবার রাতের খাওয়া শেষ করে স্বামী-স্ত্রী এক সাথে ঘুমাতে যায়।

রোববার সকালে ঝর্না খাতুনের লাশ ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে তার স্বামী রাজু মোল্যা সবাই জানায়। পরিবারের লোকজন পুলিশে খবর দিলে মণিরামপুর থানা পুলিশ বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে যায়। দুপুরের দিকে ঝর্ণার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

মৃতের ভগ্নিপতি আল-আমিনের অভিযোগ, পরকীয়া প্রেমের জেরধরে বিয়ের পর থেকেই রাজু স্ত্রীকে নির্যাতন করে আসছিলো। ঘটনার দিন রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে ব্যাপক ঝগড়া হয়। পরে পরিবারের লোকজন তাদের শান্ত করে। ওই রাতের যে কোনো সময় রাজু স্ত্রী ঝর্ণাকে শ্বাসরোধে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুঁলিয়ে আত্মহত্যার খবর প্রচার করে। স্বামী পাশে থাকতে স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে এটা অসম্ভব।

মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, এই ঘটনায় থানায় অপমৃত্যু’র মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

গোনিউজ২৪/কেআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা