ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে দু’দিনে ছয় লাশ, তিনটি বেওয়ারিশ দাফন


গো নিউজ২৪ | তবিবর রহমান, যশোর প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৮, ০৮:১৭ পিএম
যশোরে দু’দিনে ছয় লাশ, তিনটি বেওয়ারিশ দাফন

শনি ও রোববার যশোরে পৃথক চারটি স্থান থেকে গুলিবিদ্ধ ছয়টি লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে ডাকাত অভিহিত করে নিজেদের মধ্যে দ্বন্দ্বে হত্যার ঘটনা ঘটেছে বলা হলেও পুলিশ একজনেরও পরিচয় নিশ্চিত হতে পারেনি। এজন্য রোববার তিনটি লাশ বেওয়ারিশভাবে দাফন করেছে আঞ্জুমানে মফিদুল ইসলাম।

রোববার সর্বশেষ যশোরের বাঘারপাড়ার ভাঙ্গুড়া নামকস্থান থেকে ও সদর উপজেলার রঘুরামপুর গ্রাম থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। রোববার সকালে রঘুরামপুর থেকে এবং দুপুর ১২টার দিকে ভাঙ্গুড়া থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। এরআগে শনিবার যশোর সদর থেকে দুটি ও ঝিকরগাছা থেকে আরও দুটি মোট চারটি লাশ উদ্ধার করেছিল পুলিশ।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, রোববার ভোররাতে পুলিশের কাছে খবর আসে; যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়। একইসাথে ঘটনাস্থল থেকে ১টি দেশি তৈরি ওয়ানশুটার গান, ১ রাউন্ড গুলি, ৫টি গুলির খোসা, ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বাঘারপাড়া থানার ভিটাবল্যা ক্যাম্প ইনচার্জ আমির হোসেন জানান, রোববার সকালে ভাঙ্গুড়া নামক স্থানে যুবকের লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। দুপুর ১২টার দিকে বাঘারপাড়ার ভিটাবল্যা ক্যাম্প পুলিশ লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে গুলি করে হত্যার পর লাশটি ফেলে রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। লাশের ডান কানের কাছে ও বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে। এছাড়া তার মুখমন্ডল বিকৃত অবস্থায় দেখা গেছে।

এর আগে ২০ জানুয়ারি ভোরে যশোর সদরের নোঙ্গরপুর থেকে দুটি ও ঝিকরগাছা উপজেলা চাপাতলা মাঠ থেকে আরও দুটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। একইসাথে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নিহত ওই চার ডাকাতের ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ।

যশোর জেনারেল হাসপাতাল সূত্র মতে, শনিবার মর্গে রাখা ৪ লাশের ময়নাতদন্ত সম্পন্ন করার সময় জানা যায় একজন সনাতন ধর্মের। বাকি তিনজনের স্বজনদের সন্ধান না পেয়ে রোববার পুলিশ লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে।  

বেওয়ারিশ লাশ দাফনকারী সংগঠন আঞ্জুমানে মফিদুল ইসলাম যশোরের ম্যানেজার বাবর আলী জানান, নাম ঠিকানা না পাওয়ায় তারা হাসপাতাল থেকে হস্তান্তর করা তিনটি লাশ দাফন করেছেন। এরমধ্যে শনিবার ঝিকরগাছা থেকে উদ্ধার করা দুটি ও সদরের নোঙ্গরপুর থেকে একটি লাশ রয়েছে।
গোনিউজ২৪/কেআর

 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা