ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘনকুয়াশায় ঢাকা রাজশাহী


গো নিউজ২৪ | ইলিয়াস আরাফাত প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৮, ০৭:১৬ পিএম
ঘনকুয়াশায় ঢাকা রাজশাহী

রাজশাহীত তাপমাত্রা কিছুটা বাড়লেও কিছুতেই কমছে না শীতের তীব্রতা। অব্যাহত তীব্র শীতে দুর্ভোগের মধ্যেই রয়েছে শীতার্ত মানুষ। রোববার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকে গেছে রাজশাহী।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রাজশাহীতে সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৫১ মিনিটে। তবে বেলা ১১টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি।

ঘনকুয়াশা ও হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়ছেন শহরের পথে-ঘাটে থাকা ছিন্নমূল মানুষগুলো। এবার টানা শৈত্যপ্রবাহ ভর করেছে রাজশাহী অঞ্চলে। এতে শীতের দাপট অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহে তাপমাত্রা কম থাকায় আবারও বাড়ছে শীতের দাপট।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, রাজশাহীতে মৃদ শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঘনকুয়াশায় চাদরে ঢাকা পড়েছে রাজশাহী। দিনের বেলাতেও সড়ক ও মহাসড়কগুলোতে যানবাহন চলাচল করছে ঝুকির মধ্যে হেডলাইট জ্বালিয়ে।

রাজশাহী কলেজের শিক্ষার্থী রাজু আহম্মেদ বলেন, ভোরবেলায় সূর্য থাকলেও সকাল থেকে হঠাৎ কুয়াশার দেখা মিলে। বাসা থেকে বেরোনোর পর রাস্তায় রিকশা খুঁজে পেতে দেরি হয়। কয়েকদিন পর আবারও শীত অনুভ‚ত হচ্ছে বলে জানান তিনি।

রাজশাহী কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দেব দুলাল ঢালী, এ বছর শুরু থেকেই শীতের প্রকোপ অনেক বেশী । তবে এমন আবহাওয়া রবি শস্যের জন্য কাল হয়ে উঠতে পারে। তাই কৃষি বিভাগের কর্মকর্তারা সতর্ক রয়েছেন।

বর্তমানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শন করছেন। ফসলকে নিরাপদ রাখতে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা।

এছাড়া কৃষকরাও আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠেছেন। মোবাইল অ্যাপস ও হট লাইনের মাধ্যমে ২৪ ঘণ্টাই কৃষি তথ্য সেবা নিচ্ছেন। সেই মতে ফসলের পরিচর্যাও করছেন বলে জানান কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

গোনিউজ২৪/কেআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা