ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বেচ্ছাশ্রমে সড়ক


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রাজশাহী প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ১০:০৫ এএম আপডেট: জানুয়ারি ১৭, ২০১৮, ১০:৫৪ এএম
স্বেচ্ছাশ্রমে সড়ক

একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে। কাদা-পানিতে একাকার। চলাচলের অনুপযোগী হয়ে পরে। দীর্ঘদিনের ভোগান্তিতে চরম অস্বস্তিতে এলাকার মানুষ। নিজেদের সমস্যা। তাই এবার সমাধানের উদ্যোগ নিলেন গ্রামবাসী। 

রাজশাহী মোহনপুর উপজেলা পোল্লাকুড়ি গ্রাম হতে কালিগ্রাম যাওয়ার রাস্তার খালের দুই পাশে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ করছেন এলাকাবাসী। রাস্তাটি নির্মিত হলে পোল্লাকুড়ি গ্রাম আমরাইল গ্রাম কালীগ্রামী সাথে প্রত্যন্ত গ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেকটা সহজ হবে বলে জানিয়েছে স্থানীয়রা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই গ্রামের প্রায় এক হাজার পরিবার সড়কের অভাবে যাতায়াতে মানবতার জীবন যাপন করছেন। অন্য সময়ে কষ্ট থাকলেও বর্ষায় তা চরমে উঠে। একেবারেই অনুপযোগী হয়ে পড়ে চলাচলের।

এ ভোগান্তি দীর্ঘদিনের। নিজেদের ভাগ্য নিজেদের ফেরাতে তাই এগিয়ে এসেছে ভুক্তভোগিরা। ঘন কুয়াশা আর হিমেল হাওয়া উপক্ষো করে গ্রামের প্রায় ৩০০ লোকজন রাস্তা নির্মাণের লক্ষ্যে সোমবার থেকে স্বেচ্ছাশ্রমে মাটি কাটা শুরু করেন। এতে এই পাড়ার লোকজনের মধ্যে রাস্তা নির্মাণের আশার সঞ্চার হয়েছে।

ভুক্তভোগী ধূরইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল আলম জানান, অনেকদিন ধরে এলাকাবাসী দুর্ভোগ থাকায় আমরা সবাই মিলে ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীদের সহয়োগিতায় স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। রাস্তা নির্মাণের কাজ এগোচ্ছে সরকারি সাহায্য পেলে দ্রুত সড়কের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে এই পাড়ার লোকজন সড়কের অবাবে দুর্ভোগ পোহাচ্ছে। স্বেচ্ছাশ্রমে মাটি কেটে রাস্তা নির্মাণের যে উদ্যোগ এলাকাবাসী গ্রহন করেছেন। আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং রাস্তাটি সম্পন্ন করতে যা করা প্রয়োজন আমি সবই করবো।

গো নিউজ২৪/এবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা