ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অপরাধ না করেও বন্দি চার প্রতিবন্ধী শিশু


গো নিউজ২৪ | তবিবর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট, যশোর প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ০৭:২৭ পিএম
অপরাধ না করেও বন্দি চার প্রতিবন্ধী শিশু

ভাঙা ভাঙা কন্ঠে কথা বলতে পারে তারা। কারও উচ্চারণ স্পষ্ট নয়। কেউ আবার একেবারেই পারে না। ১১ থেকে ১৫ বছর বয়সী এ রকম চার শিশুর স্বজনদের সন্ধান মিলছে না। কোনো দোষে অভিযুক্ত না হলেও স্বজনদের খোঁজ না মেলায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি রয়েছে এ বাকপ্রতিবন্ধী শিশুরা। দেশের চার জেলা থেকে আদালতের মাধ্যমে বিভিন্ন সময়ে তাদেরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছিল।

কেন্দ্রের সহকারী পরিচালক মো. শাহাবুদ্দিন বলেন, বাকপ্রতিবন্ধী চার শিশুকে আদালতের মাধ্যমে সহজেই স্বজনদের কাছে হস্তান্তর সম্ভব। কিন্তু স্বজনদের নাম পরিচয় না পাওয়ায় তারা বিনা অপরাধে বন্দি দিন কাটাচ্ছে।

শিশু উন্নয়ন কেন্দ্র মতে, যশোরের পুলেরহাটে অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রে (বালক) ৩৭টি জেলার দুই শতাধিক শিশু বন্দি রয়েছে। তাদেরকে বিভিন্ন মামলা, অজ্ঞাত উদ্ধার দেখিয়ে আদালতের মাধ্যমে পাঠানো হয়। এদের মধ্যে চার বাকপ্রতিবন্ধী ছেলে শিশু রয়েছে। 

তারা হলো, লালমনিরহাট থেকে আসা রুবেল (১১)। সে শুধু পিতার নাম মকেল উদ্দিন লিখতে পারে। নাচ, ক্রিকেট ও ফুটবল খেলায় পারদর্শী। কথা বলতে পারে না। 

গোপালগঞ্জ থেকে আসা ছেলে শিশু (১৫) বাকপ্রতিন্ধী। মুখে আওয়াজ করলেও কথা স্পষ্ট নয়। তবে কুচকাওয়াজে সে পারদর্শী। আকাশে বিমান কিংবা হেলিকপ্টার উড়তে দেখলে সালাম দিয়ে সম্মান জানায়। 

মাগুরা থেকে আসা নাঈম (১৫)। তবে কেন্দ্রে আসার পর তার নামকরণ হয়েছে। সেটি আসল নাম নয়। অল্প কথা বলতে পারে। কিন্তু তার কথা স্পষ্ট নয়। পরিবারের ঠিকানাও বলতে পারে না। 

নওগাঁ থেকে আসা ছেলে শিশু (১২)। ভাঙা ভাঙা কণ্ঠে কথা বলতে পারে। কিন্তু পরিবারের ঠিকানা তার জানা নেই।

এবিষয়ে কেন্দ্রের কাউন্সিলর মুসফিকুর রহমান বলেন, বাকপ্রতিন্ধী শিশুরা অন্য শিশুদের সঙ্গে থাকায় মানসিকভাবে তাদের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাদের পরিবারের কিংবা বিশেষায়িত প্রতিষ্ঠানে রাখলে মানসিকভাবে সুরক্ষা পাবে। তবে পরিবার হলো সবচেয়ে নিরাপদ স্থান। শিশুদের পরিবারে ফেরাতে পারলে তারা আরও নিরাপদ হতো।

যশোরের আইনজীবী সালেহা বেগম বলেন, পরিবারের সন্ধান পেলে তাদেরকে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে আইনি সহায়তা দেওয়া হবে। 


গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা