ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

রংপুরে আদিবাসী হত্যার বিচার চেয়ে অবস্থান কর্মসূচী


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ০৭:০৯ পিএম
রংপুরে আদিবাসী হত্যার বিচার চেয়ে অবস্থান কর্মসূচী

আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, আবাদি ফসল নষ্টসহ তিন আদিবাসী হত্যাকান্ডের ঘটনায় স্থানীয় এমপি আবুল কালাম আজাদ ও শালমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলসহ সকল অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ। দ্রুত সময়ের মধ্যে ওই ঘটনায় জড়িত মূল হোতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে তীব্র আন্দোলনের হুশিয়ারী দেন আদিবাসী নেতারা। 

মঙ্গলবার দুপুরে রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাত দফা দাবিতে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচীতে এই দাবি জানান আদিবাসী নেতারা। 

২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদা ফার্মে হামলা করে তিনজন আদিবাসীকে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, নির্যাতনের ঘটনা ঘটে। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারিক কার্যক্রমে কোনো অগ্রগতি না হওয়ায় অবস্থান কর্মসূচী পালন করে আদিবাসীদের সংগঠন। 

সংগঠনের রংপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মনিলাল দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রংপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অশোক সরকার, আদিবাসী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিভূতিভূষণ মাহাতো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর শাখার সাবেক সভাপতি পরিমল মাহাতো, সভাপতি রাজিব কুমার মাহাতো, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা সভাপতি রথীশ চন্দ্র ভৌমিক, বাসদ রংপুর জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ রংপুর মহানগর শাখার সভাপতি গৌতম রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা সাধারণ সম্পাদক শাহিন রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা শাখার দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম টুটুল, পীরগঞ্জ ভূমিহীন কল্যাণ সমিতির সভাপতি রোজিনা সরেন, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা কমিটির সদস্য প্রহ্লাদ রায়, শেখাপাড়া আদিবাসী সাংস্কৃতিক সংঘ রংপুরের সভাপতি বুধু ধানোয়ার প্রমুখ। 

 গো নিউজ২৪/আই
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা