ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জমি নিয়ে সংঘর্ষ, যুবক নিহত


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রাজশাহী প্রকাশিত: জুলাই ১৭, ২০১৭, ০৮:৪৭ পিএম
জমি নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মিঠুন আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ ৪ জন।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ফুলবাড়ি আজিমপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মিঠুন আলী উপজেলার ফুলবাড়ি আজিমপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। 

আহতরা হলেন- উপজেলার ফুলবাড়ি আজিমপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে ও নিহত মিঠুনের বড় ভাই দুলাল আলী (৩০) ও তার চাচা জিন্নাত আলী (৫০) এবং একই গ্রামের ওমর হাজী। এছাড়া আহত নারীর  নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, বিকেলে ফুলবাড়ি আজিমপাড়া গ্রামের ওমর হাজির ছেলে শাজাহান আলী (৩৫) জমি সংক্রান্ত পূর্বের জের ধরে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধারালো হাঁসুয়া দিয়ে দুলাল আলী, তার ছোট ভাই মিঠুন আলী ও তাদের চাচা জিন্নাত আলীকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এসময় তাকে ধরতে গেলে শাজাহান আলীর বাবা ওমর হাজি এবং উভয় পরিবারের নারীসহ পাঁচজন আহত হন।

স্থানীয়রা আরও জানান, পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মিঠুন আলীকে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূঁইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

গো নিউজ/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা