ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩ দিন পর অবশেষে স্ত্রীর মর্যাদা পেলেন সেই ইউপি সদস্য


গো নিউজ২৪ | সাভার প্রতিনিধি প্রকাশিত: মে ১৩, ২০১৭, ০৩:৩১ পিএম আপডেট: মে ১৩, ২০১৭, ০৯:৩১ এএম
৩ দিন পর অবশেষে স্ত্রীর মর্যাদা পেলেন সেই ইউপি সদস্য

কথিত স্বামীর বাড়িতে তিন দিন অনশনের পর স্ত্রীর মর্যাদা পেয়েছেন ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী সদস্য নাজমিন সুলতানা প্রিয়সী (৩০)। স্বামী সন্তান রেখে প্রেমের টানে প্রিয়সী ওই ইউনিয়নের শিয়ালকুল গ্রামের সুরুজ মিয়ার ছেলে ব্যবসায়ী আব্দুল আলিম পলাশের (২৩) বাড়িতে অনশন করছিলেন। 

আজ সকালে স্ত্রীর মর্যাদা পাওয়ার কথা সাংবাদিকদের জানান প্রিয়সী। তিনি বলেন, পলাশ তাকে বিয়ের কথা স্বীকার করেছেন। আনুষ্ঠানিকভাবে তাকে ঘরে তুলে নেওয়া হবে বলে আশ্বাস পেয়েছেন। এজন্য গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রিয়সী।

এর আগে বিভিন্ন অনলাইন প্রিন্ট মিডিয়ায় নারী ইউপি সদস্যের অনশনের খবর প্রকাশ পেলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। নাজমিন সুলতানা প্রিয়সী জানিয়েছিলেন, এক বছর আগে থেকে পলাশ তার সঙ্গে প্রেম করে আসছিল। ওইসময় প্রেমিক পলাশের প্রলোভনে স্বামী সন্তান রেখে তার সাথে অভিসার শুরু করে। 

পরে পলাশ তাকে গ্রাম থেকে তার স্বামী পিন্টুর মিয়ার কাছ থেকে সরিয়ে ধামরাই সদরে বাসা ভাড়া করে দেয়। সেই বাসায় নিয়মিত আসা যাওয়া করত পলাশ। তাদের মধ্যে দৈহিক সর্ম্পক তৈরি হয় বলে জানান অনশনকারী নারী সদস্য।

তিনি স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিলেন, পলাশ তাকে গত ২০ এপ্রিল ধামরাই পৌর এলাকার কাজী অফিসে গিয়ে ১০ লাখ টাকা কাবিন করে বিয়ে করেছে। পরে তার প্রিয়সী গত তিন মাস আগে আগের স্বামী পিন্টুকে তালাক দেন। কিন্তু পলাশ স্ত্রীর মর্যাদা দিচ্ছিলেন না।


গো নিউজ২৪/এএইচ

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা